বৃহস্পতিবার, ৩০ নভেম্বর, ২০২৩ ০০:০০ টা

দায়িত্ব নিয়েই অ্যাকশনে বরিশাল মেয়র

নিজস্ব প্রতিবেদক, বরিশাল

নগরীর ১৬টি হাট-বাজার এবং দুটি বাস টার্মিনালের ইজারা বাতিল করেছে বরিশাল সিটি করপোরেশন। গত ২৭ নভেম্বর সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা স্বাক্ষরিত পৃথক চিঠিতে এ ইজারা বাতিল করা হয়। বাজার এবং টার্মিনালগুলোর ইজারাদার ছিলেন সদ্য সাবেক সিটি মেয়র সাদিক আবদুল্লাহর ঘনিষ্ঠ অনুসারীরা। গত ১৪ নভেম্বর নতুন মেয়র আবুল খায়ের খোকন সেরনিয়াবাত দায়িত্ব নেওয়ার পর এই প্রথম একযোগে ১৬ বাজার এবং দুটি টার্মিনালের ইজারা বাতিল করা হলো। পৃথক আদেশে বাস মালিকদের অভিযোগের পরিপ্রেক্ষিতে নথুল্লাবাদ বাজারের ইজারা, জেলা মৎস্য পাইকারি বাজার এবং চৌমাথা বাজারসহ অন্যান্য বাজারের ইজারা বাতিল করা হয়। এসব বাতিল আদেশে জোরজুলুম করে অতিরিক্ত হারে ইজারা ফি আদায়ের অভিযোগ করা হয়েছে। একটি চিঠিতে বলা হয়, নথুল্লাবাদ বাস টার্মিনাল ১৪৩০ সালের জন্য টেন্ডারের মাধ্যমে আপনার কাছে ইজারা প্রদান করা হয়। বিগত ১৪ এপ্রিল থেকে আজ পর্যন্ত আপনি প্লাই ফি আদায় করে আসছেন। আপনি বাস মালিকদের কাছ থেকে জোরজুলুম করে নিজের ইচ্ছামতো অতিরিক্ত হারে বিনা রসিদে প্লাই ফি আদায় করছেন সরেজমিন তদন্ত করে অভিযোগের সত্যতা পাওয়া গেছে, যা আপনার সঙ্গে সম্পাদিত ইজারা চুক্তিপত্রের দলিলের ২ ও ৩ শর্তের পরিপন্থি। এমতাবস্থায় ইজারা চুক্তি দলিলের উপরোক্ত শর্ত লঙ্ঘন কারণে চুক্তি দলিলের ১৮ নম্বর ধারায় আপনার নামের ইজারা বাতিল করা হলো।

 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর