বৃহস্পতিবার, ৩০ নভেম্বর, ২০২৩ ০০:০০ টা

বঙ্গবন্ধুর সমাধিতে প্রধানমন্ত্রীর পক্ষে আওয়ামী লীগ নেতাদের দোয়া

গোপালগঞ্জ প্রতিনিধি

প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে দোয়া-মোনাজাত করেছেন আওয়ামী লীগ নেতারা। গতকাল বেলা ১১টার দিকে তাঁরা শেখ পরিবারের সদস্যদের নিয়ে বঙ্গবন্ধুর সমাধিসৌধে পবিত্র ফাতেহা পাঠ করেন। পরে বঙ্গবন্ধু, ১৫ আগস্টের শহীদ, মহান মুক্তিযুদ্ধের শহীদ, জাতীয় চার নেতার রুহের মাগফিরাত কামনায় দোয়া-মোনাজাত করা হয়। নেতারা আগামী নির্বাচনে নৌকার বিজয় সুনিশ্চিত ও শেখ হাসিনাকে পুনরায় প্রধানমন্ত্রী নির্বাচিত করতে আল্লাহর কাছে বিশেষ প্রার্থনা করেন। এতে অংশ নেন আওয়ামী লীগের উপদেষ্টামন্ডলীর সদস্য কাজী আকরাম উদ্দিন আহমদ, প্রধানমন্ত্রীর চাচা ও বাংলাদেশ ইন্স্যুরেন্স অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান শেখ কবির হোসেন, গোপালগঞ্জ-৩ আসনে প্রধানমন্ত্রীর উন্নয়ন প্রতিনিধি মো. শহীদ উল্লা খন্দকার, আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এস এম কামাল হোসেন, বাগেরহাট-১ আসনের সংসদ সদস্য শেখ হেলাল উদ্দিন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিশেষ সহকারী নাজমা আক্তার, খুলনা-২ আসনের সংসদ সদস্য সেখ সালাউদ্দিন জুয়েল, বাগেরহাট-২ আসনের সংসদ সদস্য শেখ সারহান নাসের তন্ময়, গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি মাহাবুব আলী খান, গোপালগঞ্জ পৌর মেয়র শেখ রকিব হোসেন প্রমুখ।

 

 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর