বৃহস্পতিবার, ৩০ নভেম্বর, ২০২৩ ০০:০০ টা

প্রধানমন্ত্রীর স্বপ্নের স্মার্ট বাংলাদেশ গড়ার একনিষ্ঠ সহযোগী হতে চাই : নাসিম

ফেনী প্রতিনিধি

প্রধানমন্ত্রীর স্বপ্নের স্মার্ট বাংলাদেশ গড়ার একনিষ্ঠ সহযোগী হতে চাই : নাসিম

ফেনী-১ আসনের নৌকার প্রার্থী আলাউদ্দিন আহমেদ চৌধুরী নাসিম বলেছেন, অতীতে আমি নিঃস্বার্থভাবে এলাকার উন্নয়ন করে গেছি, এখনো করছি, ভবিষ্যতেও করে যাব ইনশা আল্লাহ। এমপি হই বা না হই আমি আপনাদের সঙ্গে ছিলাম, আছি, থাকব ইনশা আল্লাহ। কারণ আমি জাতির পিতার আদর্শে অনুপ্রাণিত একজন সৈনিক এবং তাঁর সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বপ্ন স্মার্ট বাংলাদেশ গড়ার একনিষ্ঠ সহযোগী হতে চাই। গতকাল দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ফেনী-১ (পরশুরাম, ফুলগাজী, ছাগলনাইয়া) আসনে আওয়ামী লীগের নৌকা প্রতীকের প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছেন প্রধানমন্ত্রীর সাবেক প্রটোকল অফিসার ও বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আলাউদ্দিন আহমেদ চৌধুরী নাসিম। মনোনয়নপত্র জমাদান শেষে তিনি এ কথা বলেন।

উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটার্নিং অফিসারের কার্যালয়ে গিয়ে গতকাল নাসিম মনোনয়নপত্র জমা দেন।

 

 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর