বৃহস্পতিবার, ৩০ নভেম্বর, ২০২৩ ০০:০০ টা

রামপাল বিদ্যুৎ কেন্দ্রের ৫৪ হাজার টন কয়লা মোংলায়

বাগেরহাট প্রতিনিধি

বাগেরহাটের রামপাল মৈত্রী তাপবিদ্যুৎ কেন্দ্রের জন্য আরও ৫৪ হাজার ৩০০ মেট্রিক টন কয়লা নিয়ে মোংলা বন্দরে এসেছে লাইবেরিয়ার পতাকাবাহী বাণিজ্যিক জাহাজ ‘এমভি আরভিকা’। গতকাল ভোরে কয়লা নিয়ে জাহাজটি বন্দরের হারবাড়িয়া এলাকায় নোঙর করে। এর আগে ১৮ নভেম্বর ইন্দোনেশিয়া  থেকে কয়লাবোঝাই করে এমভি আরভিকা জাহাজটি মোংলা বন্দরের উদ্দেশে ছেড়ে আসে। জাহাজটির স্থানীয় শিপিং এজেন্ট বসুন্ধরা গ্রুপের অঙ্গ-প্রতিষ্ঠান টগি শিপিং এজেন্টের ব্যবস্থাপক খন্দকার রিয়াজুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, ইন্দোনেশিয়া থেকে রামপাল মৈত্রী তাপবিদ্যুৎ কেন্দ্রের জন্য আরও ৫৪ হাজার ৩০০ মেট্রিক টন কয়লা আনা হয়েছে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর