বৃহস্পতিবার, ৩০ নভেম্বর, ২০২৩ ০০:০০ টা

আয়কর রিটার্ন দাখিলের সময় দুই মাস বাড়ল

বিশেষ প্রতিনিধি

দেশের সব ব্যক্তিশ্রেণির করদাতাকে বার্ষিক আয়কর বিবরণী বা রিটার্ন দাখিলের সময় দুই মাস বাড়াল জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। এ-সংক্রান্ত প্রজ্ঞাপনে গতকাল এনবিআর জানিয়েছে, আগামী ৩১ জানুয়ারি পর্যন্ত ব্যক্তি করদাতারা রিটার্ন জমা দিতে পারবেন। নিয়ম অনুসারে, আগামীকাল রিটার্ন জমা দেওয়ার শেষ দিন ছিল। এনবিআর সূত্র বলছে, বর্ধিত সময় অনুসারে করদাতারা ৩০ নভেম্বরের পরিবর্তে আগামী ৩১ জানুয়ারি পর্যন্ত রিটার্ন জমা দিতে পারবেন। কোম্পানি করদাতাদের জন্য রিটার্ন জমার নির্ধারিত সময় ছিল ২০২৪ সালের ১৫ জানুয়ারি। এই সময় বাড়িয়ে ২৮ ফেব্রুয়ারি নির্ধারণ করা হয়েছে।

 

 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর