বৃহস্পতিবার, ৩০ নভেম্বর, ২০২৩ ০০:০০ টা

সংসদের ভোট করতে পদত্যাগ অর্ধশত উপজেলা চেয়ারম্যনের

পদত্যাগপত্র গ্রহণ করে প্রজ্ঞাপন জারি

নিজস্ব প্রতিবেদক

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে স্থানীয় সরকারের উপজেলা চেয়ারম্যান ও জেলা পরিষদের বিভিন্ন পদে থাকা ৫০ জনের বেশি পদত্যাগ করেছেন। এদের মধ্যে ৫০ জন উপজেলা পরিষদের চেয়ারম্যান। তিনজন জেলা পরিষদের চেয়ারম্যান এবং একজন সদস্য। স্থানীয় সরকার বিভাগ গতকাল এদের পদত্যাগপত্র গ্রহণ করে তাদের পদ শূন্য ঘোষণা করে প্রজ্ঞাপন জারি করেছে। জানা গেছে, যারা পদত্যাগ করছেন তাদের অনেকেই সংসদ নির্বাচনে এমপি পদে ভোটে দাঁড়ানোর প্রস্তুতি নিচ্ছেন। কেউ কেউ আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন। তবে বেশির ভাগই স্বতন্ত্র প্রার্থী হিসেবে ভোটে লড়তে পদ ছাড়ছেন। গণপ্রতিনিধিত্ব আদেশ অনুযায়ী, সরকারের লাভজনক পদে থেকে সংসদ সদস্য পদে প্রার্থী হওয়া যায় না। আইন অনুযায়ী স্থানীয় সরকার প্রতিষ্ঠানের জনপ্রতিনিধির পদগুলো লাভজনক। ফলে পদত্যাগ না করে কারও পক্ষে ভোটে দাঁড়ানো সম্ভব নয়। সর্বশেষ হিসেবে সারা দেশের বিভিন্ন উপজেলা চেয়ারম্যানদের পাশাপাশি কুড়িগ্রাম, লালমনিরহাট ও হবিগঞ্জের জেলা পরিষদ চেয়ারম্যান পদত্যাগ করেছেন। এ ছাড়া যশোর জেলা পরিষদের একজন সদস্যও পদ ছেড়েছেন। স্থানীয় সরকার বিভাগের যুগ্ম সচিব মো. মাসুম পাটওয়ারী বলেছেন, যারা পদত্যাগ করেছেন তাদের পদত্যাগপত্র গ্রহণ করে পদ শূন্য দেখিয়ে প্রজ্ঞাপন জারি করা হয়েছে। যেসব উপজেলার ভাইস চেয়ারম্যান প্যানেল-১ এর দায়িত্বে আছেন তারা চেয়ারম্যানের দায়িত্বে থাকবেন। আর যেসব উপজেলায় প্যানেল করা নেই সেখানে প্রজ্ঞাপনের মাধ্যমে নতুন কাউকে দায়িত্ব দেওয়া হবে।

 আগামী ৭ জানুয়ারি ভোট ধরে দ্বাদশ সংসদ নির্বাচনের যে তফসিল ঘোষণা হয়েছে, তাতে আজ ৩০ নভেম্বর পর্যন্ত মনোনয়নপত্র জমা দেওয়া যাবে। এরই মধ্যে অনেকেই মনোনয়নপত্র জমা দিয়েছেন, বাকিদের পক্ষেও তোলা হয়েছে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর