বৃহস্পতিবার, ৩০ নভেম্বর, ২০২৩ ০০:০০ টা

মনোনয়নপত্র দাখিলের সময় বৃদ্ধির দাবি

নিজস্ব প্রতিবেদক

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়নপত্র দাখিলের সময়সীমা বৃদ্ধির দাবি জানিয়েছে প্রগতিশীল ইসলামী জোট। গতকাল কলাবাগানে সংগঠনের কার্যালয়ে আয়োজিত সভা থেকে এই দাবি জানান সাবেক এই সংসদ সদস্য।

এম এ আউয়াল জানান, অংশগ্রহণমূলক নির্বাচনের জন্য মনোনয়ন দাখিলের সময় বাড়ানো প্রয়োজন। শুধু বিএনপি নির্বাচনে এলে মনোনয়নপত্র দাখিলের সময়সীমা বাড়ানো হবে নির্বাচন কমিশনের এমন কথা আশা করি না। সময় বাড়ানো হলে অনেক দলই আসবে, আরও বেশি প্রার্থী দিতে পারবে।

এম এ আউয়াল বলেন, তার নেতৃত্বাধীন জোট তৃণমূল বিএনপির সোনালি আঁশ প্রতীকে ভোটে অংশ নিচ্ছে।  সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের দাবি জানিয়ে এম এ আউয়াল বলেন, রাজনীতিতে আদর্শের লড়াই থাকতে পারে, কিন্তু সংঘাত-সংঘর্ষের স্থান নেই। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে যেভাবে বড় দলগুলো মুখোমুখি কর্মসূচি দিচ্ছে, এতে সব শ্রেণি-পেশার মানুষ আতঙ্কিত। এর থেকে আমরা পরিত্রাণ চাই। এ সময় সংগঠনের কেন্দ্রীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর