শুক্রবার, ১ ডিসেম্বর, ২০২৩ ০০:০০ টা

শেয়ারবাজারে বেড়েছে সূচক লেনদেন

নিজস্ব প্রতিবেদক

সপ্তাহের শেষ দিনে উত্থান হয়েছে শেয়ারবাজারে। শেয়ারবাজারের সব সূচক বেড়েছে। সূচকের সঙ্গে টাকার পরিমাণে লেনদেনও কিছুটা বেড়েছে। যে সংখ্যক কোম্পানির শেয়ার দর কমেছে তার চেয়ে বেশি কোম্পানির দর বেড়েছে। গতকাল ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স ৪.৪৯ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ছয় হাজার ২২৩.০২ পয়েন্টে। ডিএসইতে ৩০৯টি প্রতিষ্ঠান লেনদেনে অংশ নিয়েছে। এসব প্রতিষ্ঠানের মধ্যে ৬৯টির বা ২২.৩৩ শতাংশের দর বেড়েছে। শেয়ার দর কমেছে ৭০টির বা ২২.৬৫ শতাংশের এবং ১৭০টির বা ৫৫.০২ শতাংশের শেয়ার ও ইউনিট দর অপরিবর্তিত রয়েছে। ডিএসইতে ৩৮৮ কোটি ৬৯ লাখ টাকার লেনদেন হয়েছে। যা আগের দিনের থেকে ৮৫ কোটি ৭৪ লাখ টাকা বেশি। আগের দিন লেনদেন হয়েছিল ৩০২ কোটি ৯৫ লাখ টাকা। ডিএসইতে লেনদেনের শীর্ষে ছিল খুলনা প্রিন্টিং, দ্বিতীয় শীর্ষ কোম্পানি ছিল আফতাব অটো। তৃতীয় শীর্ষে ছিল ফুওয়াং ফুড। অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) প্রধান সূচক সিএএসপিআই ৫৫.৪০ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৮ হাজার ৪৭৯.৫১ পয়েন্টে। সিএসইতে ১৮৩টি প্রতিষ্ঠান লেনদেনে অংশ নিয়েছে।

এর মধ্যে দর বেড়েছে ৫১টির, কমেছে ২৯টির আর অপরিবর্তিত রয়েছে ১০৩টি প্রতিষ্ঠানের। গতকাল সিএসইতে ৭ কোটি ৯৭ লাখ টাকার লেনদেন হয়েছে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর