শুক্রবার, ১ ডিসেম্বর, ২০২৩ ০০:০০ টা

স্বাধীনতা পুরস্কারের জন্য মনোনয়ন প্রস্তাবের সময় বাড়ল

নিজস্ব প্রতিবেদক

স্বাধীনতা পুরস্কারের জন্য মনোনয়ন প্রস্তাবের সময় এক মাস বাড়িয়েছে সরকার। গতকাল মন্ত্রিপরিষদ বিভাগের এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে। স্বাধীনতা পুরস্কারের জন্য মনোনয়ন প্রস্তাবের সময় গতকাল শেষ হলেও সময় বাড়িয়ে ৩১ ডিসেম্বর পর্যন্ত করা হয়েছে। এর আগে ১০ সেপ্টেম্বর এক প্রজ্ঞাপনে ২০২৪ সালে ১৩টি ক্ষেত্রে স্বাধীনতা পুরস্কারের জন্য মনোনয়ন প্রস্তাব আহ্বান করে সরকার। মন্ত্রিপরিষদ বিভাগ থেকে প্রধানমন্ত্রীর মুখ্য সচিব, সব মন্ত্রণালয় ও বিভাগের সিনিয়র সচিব/সচিবের কাছে মনোনয়ন প্রস্তাব আহ্বান করে চিঠি পাঠানো হয়। কোনো ব্যক্তি, প্রতিষ্ঠান, গোষ্ঠী এবং সংস্থার গৌরবোজ্জ্বল ও কৃতিত্বপূর্ণ অবদানের স্বীকৃতিস্বরূপ ১৯৭৭ সাল থেকে সরকার স্বাধীনতা পুরস্কার দিয়ে আসছে। এর ধারাবাহিকতায় মন্ত্রিপরিষদ বিভাগ ‘স্বাধীনতা পুরস্কার-২০২৪’-এর মনোনয়ন প্রস্তাব আহ্বান করে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর