শুক্রবার, ১ ডিসেম্বর, ২০২৩ ০০:০০ টা

আন্দোলনকে গণবিস্ফোরণে রূপ দেওয়ার ঘোষণা গণতন্ত্র মঞ্চের

নিজস্ব প্রতিবেদক

চলমান গণ আন্দোলনকে গণবিস্ফোরণে রূপ দিয়ে সরকারকে ক্ষমতা থেকে সরানোর ঘোষণা দিয়েছেন গণতন্ত্র মঞ্চের নেতারা। তারা বলেছেন, একতরফা নির্বাচনের মধ্য দিয়ে দেশের রাজনৈতিক ও অর্থনৈতিক ভবিষ্যৎকে সংকটাপন্ন করে তুলেছে সরকার।

গতকাল দুপুরে রাজধানীতে বিক্ষোভ মিছিল পরবর্তী প্রতিবাদ সমাবেশে গণতন্ত্র মঞ্চের নেতারা এ কথা বলেন। ভাসানী অনুসারী পরিষদের আহ্বায়ক শেখ রফিকুল ইসলামের সভাপতিত্বে মিছিল পরবর্তী সমাবেশে গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকী, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক, নাগরিক ঐক্যের মোফাখখারুল ইসলাম, রাষ্ট্র সংস্কার আন্দোলনের প্রধান সমন্বয়ক হাসনাত কাইয়ুম প্রমুখ বক্তব্য রাখেন। এর আগে দুপুরে চলমান আন্দোলনের ধারাবাহিকতায় গণতন্ত্র মঞ্চের পক্ষ বিক্ষোভ মিছিল বের করা হয়।

তোপখানা রোডের মেহেরবা প্লাজার সামনে থেকে বের হয়ে বিক্ষোভ মিছিলটি রাজধানীর দৈনিক বাংলার মোড় হয়ে জাতীয় প্রেস ক্লাবের সামনে আসে। মিছিল থেকে হরতালকে সমর্থন জানানোর পাশাপাশি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন বন্ধ করা ও সরকারের পদত্যাগের দাবি করে বিভিন্ন স্লোগান দেওয়া হয়।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর