শিরোনাম
শনিবার, ২ ডিসেম্বর, ২০২৩ ০০:০০ টা

সিলেটে মনোনয়ন দিয়েও দুই আসনে প্রার্থী পায়নি জাপা

নিজস্ব প্রতিবেদক, সিলেট

সিলেট জেলার ছয়টি সংসদীয় আসনের সবকটিতে মনোনয়ন দিয়েছিল জাতীয় সংসদের বিরোধী দল জাতীয় পার্টি। কিন্তু মনোনয়ন দিয়েও জেলার দুটি আসনে প্রার্থী দিতে পারেনি দলটি। দলের টিকিট পেয়েও মনোনয়ন জমা দেননি প্রার্থীরা। আসন দুটি হলো- সিলেট-১ ও ৪। গত বৃহস্পতিবার ছিল দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়নপত্র দাখিলের শেষ দিন। এদিন ক্ষমতাসীন আওয়ামী লীগসহ বিভিন্ন দলের প্রার্থীরা মনোনয়নপত্র দাখিল করেন। মনোনয়নপত্র দাখিলকারী প্রার্থীদের মধ্যে ছিলেন জাতীয় পার্টির উল্লেখযোগ্য সংখ্যক প্রার্থী। তবে সিলেট জেলার ছয়টি আসনের মধ্যে দুটি আসনে জাপার মনোনীত প্রার্থীরা তাদের মনোনয়নপত্র দাখিল করেননি।মনোনয়নপত্র দাখিল না করা প্রার্থী দুজন হলেন সিলেট-১ আসনের নজরুল ইসলাম বাবুল ও সিলেট-৪ আসনের এটিইউ তাজ রহমান। সিলেট-১ আসনে জাতীয় পার্টি থেকে মনোনয়ন দেওয়া হয় নজরুল ইসলাম বাবুলকে। যিনি সদ্য অনুষ্ঠিত সিলেট সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থীর সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করে চমক দেখান। নজরুল ইসলাম বাবুল দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সিলেট-৩ আসন থেকে নির্বাচন  করার জন্য দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ করেন। কিন্তু দল তাকে মনোনয়ন দেয় সিলেট-১ আসনে। ক্ষোভ অভিমানে তিনি মনোনয়নপত্রই সংগ্রহ করেননি। আসনটি থেকে মনোনয়ন পেয়েছেন আতিকুর রহমান আতিক। নজরুল ইসলাম বাবুল বলেন, ‘সিলেট-৩ আসন হচ্ছে আমার আদি নিবাস। পারিবারিক ও ব্যবসায়িক কারণে ওই অঞ্চলের মানুষের সঙ্গে আমার দীর্ঘদিনের সম্পর্ক। ওই আসন থেকে আমি মনোনয়ন চাইলেও দল আমাকে সিলেট-১ আসনে মনোনয়ন দেয়। দলের এই সিদ্ধান্ত আমি মেনে নিতে পারিনি। তাই মনোনয়ন জমা দেইনি।’ আর সিলেট-৪ আসনে এটিইউ তাজ রহমান দলীয় মনোনয়ন পেলেও মনোনয়ন দাখিল করেননি। গত একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ওই আসন থেকে তিনি দলীয় প্রার্থী হলেও ভালো ফল করতে পারেননি। সিলেট জেলার বাকি চার আসনের মধ্যে সিলেট-২ আসনে সাবেক সংসদ সদস্য ইয়াহইয়া চৌধুরী, সিলেট-৩ আসনে আতিকুর রহমান আতিক, সিলেট-৫ আসনে সাব্বির আহমদ ও সিলেট-৬ আসনে মোহাম্মদ সেলিম উদ্দিন জাতীয় পার্টির লাঙ্গল প্রতীক নিয়ে নির্বাচন করতে মনোনয়নপত্র জমা দিয়েছেন।

 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর