শনিবার, ২ ডিসেম্বর, ২০২৩ ০০:০০ টা

জাবিতে মসজিদ নির্মাণকাজ সম্পন্নের দাবিতে মানববন্ধন

জাবি প্রতিনিধি

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) শহীদ সালাম বরকত হল ও আ ফ ম কামাল উদ্দিন হল-সংলগ্ন মসজিদের নির্মাণকাজ সম্পন্ন করার দাবিতে মানববন্ধন করেছে শিক্ষার্থীরা। গতকাল দুপুর ২টার দিকে নির্মাণাধীন মসজিদের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে বিশ্ববিদ্যালয়ের প্রায় ২ শতাধিক শিক্ষার্থী অংশ নেন। মানববন্ধনে বক্তারা আগামী ১০ ডিসেম্বরের মধ্যে নির্মাণকাজ পুনরায় শুরু করা না হলে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবন ও প্রকল্প অফিসে তালা লাগিয়ে অবরোধ কর্মসূচিতে যাওয়ার হুমকি দেন। এ সময় রসায়ন বিভাগের শিক্ষার্থী ও শহীদ সালাম বরকত হলের আবাসিক ছাত্র রাফিউল ইসলাম রনি ক্ষোভ প্রকাশ করে বলেন, মসজিদ নির্মাণে প্রশাসন টালবাহানা শুরু করেছে। বিভিন্ন অজুহাতে একাধিকবার এ মসজিদের নির্মাণকাজ বন্ধ হয়েছে। আগামী ১০ তারিখের মধ্যে পুনরায় কাজ শুরু না হলে প্রশাসনিক ভবন ও প্রকল্প অফিসে তালা লাগিয়ে অবরোধ কর্মসূচি পালন করা হবে। প্রসঙ্গত, ১৯৯০ সালে নির্মিত মসজিদটি ঝুঁকি বিবেচনায় ২০২২ সালের এপ্রিলে ভেঙে নতুন মসজিদ নির্মাণের কাজ শুরু করা হয়।

 

 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর