শনিবার, ২ ডিসেম্বর, ২০২৩ ০০:০০ টা

রেড ক্রিসেন্ট সোসাইটি চট্টগ্রাম ইউনিটের প্রথম নির্বাচন আজ

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

স্বাধীনতার পর প্রথমবারের মতো নির্বাচন হচ্ছে রেড ক্রিসেন্ট সোসাইটি চট্টগ্রাম জেলা ইউনিটের। স্বাধীনতার পর থেকে মনোনীত ব্যক্তিরা এ সংগঠনের দায়িত্ব পালন করেছেন। পদাধিকার বলে চেয়ারম্যান হিসেবে এর দায়িত্ব পালন করেন জেলা পরিষদ চেয়ারম্যান বা প্রশাসক। জেলা পরিষদে এ টি এম পেয়ারুল ইসলাম চেয়ারম্যানের দায়িত্ব নেওয়ার পর তিনি নির্বাচনের উদ্যোগ নেন। ফলে দীর্ঘদিন পর নির্বাচনের মাধ্যমে নিজেদের প্রতিনিধি নির্বাচিত করার সুযোগ পেয়ে ভোটাররা উচ্ছ্বসিত। আজ বেলা ১১টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ভোট গ্রহণ চলবে। জানা যায়, জেমিসন রেড ক্রিসেন্ট হাসপাতালটি জেলা রেড ক্রিসেন্ট সোসাইটির একটি প্রতিষ্ঠান। জেলা রেড ক্রিসেন্ট সোসাইটির চেয়ারম্যান পদাধিকার বলে এ হাসপাতালের সবকিছু দেখাশোনা করেন। জেলা ইউনিটে রেড ক্রিসেন্টের আজীবন সদস্য ২ হাজার ৯৬৪ জন এবং বার্ষিক সদস্য ৪৩৪ জন। এর মধ্যে ১৩৪ জন ইতোমধ্যে মারা গেছেন। নির্বাচনে ভাইস চেয়ারম্যান, সেক্রেটারি ও কার্যকরী পদে ১৩ সদস্য প্রার্থিতা ঘোষণা দিয়েছেন। সরেজমিন দেখা যায়, হাসপাতালের আশপাশে ব্যানার, পোস্টার, ফেস্টুনে ছেঁয়ে গেছে। প্রার্থীরা হাসপাতাল কম্পাউন্ডে এসে ভোট চাইছেন। তারা নির্বাচিত হলে হাসপাতালের উন্নয়নের পাশাপাশি নার্সিং ইনস্টিটিউট, নার্সিং হোস্টেলসহ প্রশিক্ষণ কেন্দ্র স্থাপন করার প্রতিশ্রুতি দিচ্ছেন।

 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর