রবিবার, ৩ ডিসেম্বর, ২০২৩ ০০:০০ টা

নামেই মাঠে নতুন দল

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী

নামেই মাঠে নতুন দল

নির্বাচনের আলোচনায় নতুন রাজনৈতিক দল। তবে আওয়াজ দিলেও মাঠের রাজনীতিতে এখনো অদৃশ্য বাংলাদেশ জাতীয়তাবাদী আন্দোলন (বিএনএম) ও তৃণমূল বিএনপি। বিএনএম রাজশাহীর ছয়টি সংসদীয় আসনের সবগুলোতে প্রার্থী দিলেও, দিতে পারেনি তৃণমূল বিএনপি। তবে জাতীয়তাবাদী আন্দোলন এক উপজেলা নেতাকে অন্য আসনে মনোনয়ন দিয়েছে।

রাজশাহী-১ আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী আন্দোলনের মনোনয়ন পেয়েছেন মো. শামসুজ্জোহা। এ আসনটিতে তৃণমূল বিএনপি মনোনয়ন দিয়েছে জামাল খান দুদুকে। ক্লিনিকের মালিক হওয়ায় মো. শামসুজ্জোহাকে স্থানীয়রা কিছুটা চিনলেও জামাল খান দুদু এলাকায় অপরিচিত মুখ।

রাজশাহী-২ আসনে বিএনএম মনোনয়ন দিয়েছে কামরুল হাসানকে। মো. শামীম পেয়েছেন তৃণমূল বিএনপির মনোনয়ন। সদর আসনটিতে তারা প্রার্থী হলেও এমন কোনো রাজনৈতিক নেতার নাম শোনেনি স্থানীয়রা। একাধিকজনের সঙ্গে কথা বললেও তারা এমন প্রার্থীর নাম শোনেননি বলে জানান।

রাজশাহী-৩ আসনে বিএনএম মনোনয়ন দিয়েছে জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মতিউর রহমান মন্টুকে। এ আসনটিতে তৃণমূল বিএনপি কাউকে মনোনয়ন দেয়নি। মতিউর রহমান মন্টু জানান, শিগগিরই মাঠে নেমে তারা অস্তিত্বের জানান দেবেন।

রাজশাহী-৪ আসনে সাইফুল ইসলাম রায়হানকে মনোনয়ন দিয়েছে জাতীয়তাবাদী আন্দোলন। তার বাড়ি চারঘাট উপজেলায়। তিনি চারঘাট উপজেলার আহ্বায়ক। রাজশাহী-৬ আসনে বাড়ি হলেও মনোনয়ন পেয়েছেন রাজশাহী-৪ আসনে। তাকে বাগমারার মানুষ চেনেনও না।

রাজশাহী-৫ (পুঠিয়া-দুর্গাপুর) আসনে শরিফুল ইসলাম ও রাজশাহী-৬ (চারঘাট-বাঘা) আসনে আবদুস সামাদকে বিএনএম মনোনয়ন দিয়েছে। দুজনই এলাকায় রাজনীতির মাঠে নতুন মুখ। মনোনয়নপত্র জমা দেওয়া ছাড়া এখন পর্যন্ত তাদের রাজনৈতিক কোনো কর্মসূচি চোখে পড়েনি। সুশাসন বিশ্লেষক সুব্রত পাল বলেন, বহু আগে গড়ে ওঠা অনেক রাজনৈতিক দলই এখন পর্যন্ত নিজেদের শক্ত অবস্থান গড়ে তুলতে পারেনি। সেখানে এসব নতুন রাজনৈতিক দল গঠন করে নির্বাচনে এসে খুব একটা ভালো ফল পাবে বলে মনে হয় না।

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর