রবিবার, ৩ ডিসেম্বর, ২০২৩ ০০:০০ টা

সহিংসতা বন্ধে তরুণদের নৌকায় ভোট দেওয়ার আহ্বান জয়ের

নিজস্ব প্রতিবেদক

সহিংসতা বন্ধে তরুণদের নৌকায় ভোট দেওয়ার আহ্বান জয়ের

নির্বাচনকে কেন্দ্র করে সহিংসতা ও সন্ত্রাস বন্ধে তরুণদের নৌকায় ভোট দেওয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রীর সাবেক তথ্য ও যোগাযোগ প্রযুক্তিবিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়। শুক্রবার রাতে একটি বেসরকারি টেলিভিশনে সম্প্রচারিত ‘লেটস টক’ অনুষ্ঠানের ৫১তম পর্বে তরুণদের মুখোমুখি হয়ে এ আহ্বান জানান আওয়ামী লীগের গবেষণা শাখা সেন্টার ফর রিসার্চ অ্যান্ড ইনফরমেশনের (সিআরআই) প্রধান। অনুষ্ঠানে তিনি তরুণদের নানা প্রশ্নের উত্তর দেন। সজীব ওয়াজেদ বলেন, বাংলাদেশে নির্বাচনের আগে যদি আমরা জ্বালাও-পোড়াও বন্ধ করতে চাই, তাহলে সহজ সমাধান হলো বিএনপি-জামায়াতকে বাংলাদেশে নিষিদ্ধ করে দেওয়া। এটি যেহেতু সম্ভব নয়, তাই দ্বিতীয় ও একমাত্র উপায় হলো নৌকায় ভোট দেওয়া। তিনি আরও বলেন, যানবাহনে আগুন দিতে বিএনপি-জামায়াতকে একটি বিদেশি শ্রেণি বিশেষত ওয়েস্টার্ন কিছু রাষ্ট্রদূত উৎসাহ দিচ্ছে। ঠিক নির্বাচনের আগ মুহূর্তে তারা অতিরিক্ত কথা বলা শুরু করে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর