সোমবার, ৪ ডিসেম্বর, ২০২৩ ০০:০০ টা

‘ক্লাইমেট মোবিলিটি চ্যাম্পিয়ন লিডার’ পুরস্কার গ্রহণ করলেন প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

‘এশিয়া ক্লাইমেট মোবিলিটি চ্যাম্পিয়ন লিডার’ পুরস্কার গ্রহণ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গতকাল প্রধানমন্ত্রীর হাতে পুরস্কার তুলে দেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী এবং আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ।

বৈশ্বিক জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাব মোকাবিলায় নেতৃত্বদান এবং সোচ্চার কণ্ঠস্বরের স্বীকৃতি হিসেবে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ‘এশিয়া ক্লাইমেট মোবিলিটি চ্যাম্পিয়ন লিডার’ পুরস্কার দেওয়া হয়। ১ ডিসেম্বর দুবাইয়ে কপ-২৮ শীর্ষ সম্মেলনের সাইডলাইনে আইওএম এবং গ্লোবাল সেন্টার ফর ক্লাইমেট মোবিলিটি এ পুরস্কার দেয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে পুরস্কার গ্রহণ করেন কপ-২৮-এ বাংলাদেশ প্রতিনিধি দলের প্রধান তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ।

পুরস্কারটি প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং বাংলাদেশের জলবায়ু গতিশীলতা ও উদ্ভূত চ্যালেঞ্জ মোকাবিলায় কার্যকর ভূমিকা রাখার আন্তর্জাতিক স্বীকৃতি। আফ্রিকা ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল থেকে এ বছর এ পুরস্কার পেয়েছে বতসোয়ানা, সুরিনাম ও পালাউর রাষ্ট্র ও সরকারপ্রধান।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর