সোমবার, ৪ ডিসেম্বর, ২০২৩ ০০:০০ টা
বিশিষ্টজনদের মতামত

গণতন্ত্র রক্ষায় নির্বাচনের বিকল্প নেই

প্রতিদিন ডেস্ক

দেশের গণতন্ত্র রক্ষায় সংবিধান মোতাবেক নির্বাচন করার কোনো বিকল্প নেই বলে মন্তব্য করেছেন বিশিষ্ট নাগরিকরা। তারা বলেন, দেশের বর্তমান যে গণতান্ত্রিক শাসনব্যবস্থা চলছে, তা চলমান রাখতে সংসদ নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করতে হবে। সবাই যেন নির্বিঘ্নে ভোট দিতে পারে সেই পরিবেশ তৈরি করতে হবে। শুক্রবার সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে বৃত্তান্ত ’৭১ ফাউন্ডেশনের উদ্যোগে আয়োজিত ‘শান্তি, সমৃদ্ধি ও প্রগতির পক্ষে নাগরিক সম্মিলন’ শীর্ষক আলোচনা সভায় এসব কথা বলা হয়।

বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ও অর্থনীতিবিদ ড. আতিউর রহমানের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন শিক্ষাবিদ এবং কথাসাহিত্যিক ড. মুহম্মদ জাফর ইকবাল, বৃত্তান্ত ’৭১ ফাউন্ডেশনের সমন্বয়ক মুহাম্মদ তানভীর, মানবাধিকার কমিশনের সাবেক চেয়ারম্যান ড. মিজানুর রহমান, জাতীয় প্রেস ক্লাবের সভাপতি ফরিদা ইয়াসমিন, গণমাধ্যম ব্যক্তিত্ব আবেদ খান, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) উপাচার্য ডা. মো. শারফুদ্দিন আহমেদ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. নিজামুল হক ভূঁইয়া, বিজিএমইএ সভাপতি ফারুক হাসান, সাংবাদিক মনজুরুল আহসান বুলবুল, নাট্যব্যক্তিত্ব পীযূষ বন্দ্যোপাধ্যায়, শম্পা রেজা, আজিজুল হাকিমসহ অন্য বিশিষ্ট নাগরিকরা।

 

 

 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর