সোমবার, ৪ ডিসেম্বর, ২০২৩ ০০:০০ টা
সংক্ষিপ্ত

আইএমওর সদস্য নির্বাচিত বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক

ইন্টারন্যাশনাল মেরিটাইম অরগানাইজেশনের (আইএমও) ক্যাটাগরি সি-তে সদস্য নির্বাচিত হয়েছে বাংলাদেশ। এটি বিজয়ের মাসে দেশের আরেকটি বড় বিজয় বলছে নৌপরিবহন মন্ত্রণালয়। ক্যাটাগরি সি-তে ২০টি দেশ নির্বাচিত হয়েছে। ১৬৮টি দেশের ভোটের মধ্যে বাংলাদেশ ১২৮টি ভোট পেয়ে নির্বাচিত হয়।

আইএমও নির্বাহী পরিষদ নির্বাচনে বাংলাদেশের জয়লাভ উপলক্ষে গতকাল সচিবালয়ে নিজ দফতরে প্রেস ব্রিফিংয়ে বিজয়ের কথা জানান নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী।  তিনি জানান, ১ ডিসেম্বর জাতিসংঘের শিপিং সংক্রান্ত বিশেষায়িত এ এজেন্সির ৩৩তম অধিবেশনে আইএমও-কনভেনশন ১৬ ও ১৭ নম্বর অনুচ্ছেদ অনুযায়ী তিনটি ক্যাটাগরিতে কাউন্সিল সদস্য নির্বাচন করা হয়। গোপন ব্যালটে ভোটের মাধ্যমে ২০২৪-২০২৫ সালের জন্য ক্যাটাগরি এ, বি ও সি-তে ৪০ সদস্যের নতুন আইএমও কাউন্সিল নির্বাচিত করা হয়।  প্রতিমন্ত্রী বলেন, সমুদ্রসীমা অর্জনের মধ্য দিয়ে পুরো পৃথিবী আমাদের কাছে অবারিত হয়ে গেছে।

 

 

 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর