সোমবার, ৪ ডিসেম্বর, ২০২৩ ০০:০০ টা

নৌযান চলাচলে সতর্কতা

ঘূর্ণিঝড় মিগজাউম

প্রতিদিন ডেস্ক

দক্ষিণ আন্দামান সাগর ও তৎসংলগ্ন এলাকায় সৃষ্ট গভীর নিম্নচাপটি অগ্রসর হয়ে দক্ষিণপূর্ব বঙ্গোপসাগর এলাকায় অবস্থান করছে। যা আরও ঘনীভূত হয়ে এরই মধ্যে ঘূর্ণিঝড় ‘মিগজাউম’ এ রূপ নিয়েছে। ৫ অথবা ৬ ডিসেম্বরের মধ্যে আঘাত হানার আশঙ্কা রয়েছে বাংলাদেশের উপকূলে। সেজন্য দেশের নৌপথে নৌযান চলাচলের ক্ষেত্রে সতর্কতা জারি করেছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ)। তবে এ বিষয়গুলো আবহাওয়া অধিদফতরের সঙ্গে সমন্বয় করা হচ্ছে বলে জানিয়েছেন বিআইডব্লিউটিএর নৌনিরাপত্তা ও ট্রাফিক ব্যবস্থাপনা বিভাগের পরিচালক জয়নাল আবেদীন। গতকাল সকালে তিনি বলেন, আবহাওয়া দফতর থেকে আমরা যেমন খবর পেয়েছি সে অনুযায়ী ব্যবস্থা নেওয়ার জন্য নির্দেশনা দেওয়া হয়েছে।

 

 

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর