মঙ্গলবার, ৫ ডিসেম্বর, ২০২৩ ০০:০০ টা

মার্কা নয় প্রার্থীর ব্যক্তিত্ব দেখবেন ভোটাররা

রংপুর

নিজস্ব প্রতিবেদক, রংপুর

দ্বাদশ সংসদ নির্বাচনে মার্কার চেয়ে ব্যক্তিকেই প্রাধান্য দেবেন রংপুরের নতুন ভোটাররা। অনেক ভোটার মনে করছেন, কিছু কিছু প্রার্থী রয়েছেন যারা নৌকা অথবা লাঙ্গল মার্কার চেয়ে জনপ্রিয়। ওই জনপ্রিয় নেতাকেই বেছে নেবেন ভোটের ব্যালটে। দ্বাদশ নির্বাচনে রংপুর বিভাগের আট জেলায় নতুন ভোটার বেড়েছে ১৭ লাখের ওপর। নতুন ভোটাররা ফলাফল নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন, এমনটা মনে করছেন নির্বাচন বিশ্লেষকরা। রংপুরের সংসদীয় ছয়টি আসনে ৪৯ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছিলেন। বর্তমানে যাচাই-বাছাই শেষে ছয়টি আসনে ৩৪ জন বৈধ হিসেবে নির্বাচনি প্রতিদ্বন্দ্বিতায় অংশ নিচ্ছেন। তবে মনোনয়ন আপিল ও নিষ্পত্তির সময় রয়েছে এখনো। ফলে আরও দু-এক জন প্রার্থী বাড়তে পারেন। রংপুরের ছয় আসনে আওয়ামী লীগের প্রার্থী হলেন রংপুর-১ মো. রেজাউল করিম রাজু, রংপুর-২ আবুল কালাম মো. আহসানুল হক চৌধুরী, রংপুর-৩ তুষারকান্তি মন্ডল, রংপুর-৪ টিপু মুনশি, রংপুর-৫ রাশেক রহমান, রংপুর-৬ শিরীন শারমিন চৌধুরী। জাতীয় পার্টির প্রার্থী হলেন রংপুর-১ এইচ এম শাহরিয়ার আসিফ, রংপুর-২ আনিসুল ইসলাম মন্ডল, রংপুর-৩ গোলাম মোহাম্মদ কাদের, রংপুর-৪ মোস্তফা সেলিম বেঙ্গল, রংপুর-৫ মো. আনিছুর রহমান, রংপুর-৬ মো. নূর আলম মিয়া। মাঠ পর্যায়ে খোঁজ নিয়ে জানা গেছে, আওয়ামী লীগের ছয় ও জাতীয় পার্টির ছয় জন বাদেও একাধিক আসনে জনপ্রিয় ব্যক্তি রয়েছেন। তারা স্বতন্ত্র লড়ছেন। সাধারণ ভোটারদের মতে, মার্কার পাশাপাশি জনপ্রিয় ব্যক্তিদের সঙ্গে মূল প্রতিদ্বন্দ্বিতা হতে পারে নৌকা কিংবা লাঙ্গলের প্রার্থীদের। সে ক্ষেত্রে নৌকা অথবা লাঙ্গল মার্কার প্রার্থীদের প্রতিদ্বন্দ্বিতায় পড়তে হবে, এমনটা মনে করছেন সাধারণ ভোটাররা। নতুন ভোটাররা ফলাফল নির্ধারণে ভূমিকা রাখতে পারেন, এমনটাও মনে করছেন অনেকে। এবারের নির্বাচনে রংপুরের আট জেলার ৩৩ আসনে ভোটার ১ কোটি ৩২ লাখ ৯৯ হাজার ৯৬২ জন। ৬৬ লাখ ৪৮ হাজার ৮২৪ জন পুরুষ ও ৬৬ লাখ ৫১ হাজার ৪১ জন নারী। একাদশ সংসদ নির্বাচনে এ বিভাগে মোট ভোটার ছিল ১ কোটি ১৫ লাখ ৯৫ হাজার ১৪৩ জন। এবার ভোটার বেড়েছে ১৭ লাখের ওপর। এবার ভোট কেন্দ্র প্রায় সাড়ে ৪ হাজার।

 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর