মঙ্গলবার, ৫ ডিসেম্বর, ২০২৩ ০০:০০ টা

সন্ত্রাসী কর্মকান্ড অব্যাহত রাখলে বিএনপির ধ্বংস অনিবার্য : হানিফ

নিজস্ব প্রতিবেদক

সন্ত্রাসী কর্মকান্ড অব্যাহত রাখলে বিএনপির ধ্বংস অনিবার্য : হানিফ

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ বলেছেন, ভুলনীতি ও ভুল সিদ্ধান্তের কারণে রাজনীতি থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে বিএনপি। তারা ভ্রান্ত রাজনীতির মধ্যে ঘুরপাক খাচ্ছে এবং জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে সন্ত্রাসের পথ বেছে নিয়েছে। সন্ত্রাস করে কখনো জনগণের কল্যাণ করা যায় না। সন্ত্রাস করে কখনো কোনো সংগঠন সফলতা লাভ করতে পারেনি। গতকাল জাতীয় প্রেস ক্লাবের সামনে জাতীয় শ্রমিক লীগ আয়োজিত বিএনপি-জামায়াতের আগুন, পেট্রল বোমা হামলায় ট্রাক ড্রাইভার বেলাল হত্যার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ মিছিলে অংশ নিয়ে তিনি এসব কথা বলেন। হানিফ বলেন, আমরা দেখেছি পৃথিবীর বহু দেশে রাজনীতির নামে যারা সন্ত্রাসের পথ বেছে নিয়েছে তারা ধ্বংস হয়ে গেছে। আজকে বিএনপিও সন্ত্রাসের পথ বেছে নিয়েছে, এ সন্ত্রাসী কর্মকান্ড অব্যাহত রাখলে তাদের ধ্বংস অনিবার্য। কখনো জনগণের আস্থা অর্জন করতে পারবে না।

মাহবুব-উল আলম হানিফ বলেন, জনগণ ভেবেছিল ২০১২ থেকে ২০১৫ সালে বিএনপি যে সন্ত্রাসী কর্মকান্ড করেছিল, যেভাবে পেট্রল দিয়ে পুড়িয়ে মানুষ হত্যা করেছিল, সারা দেশে তান্ডব চালিয়েছিল, অপরাধের ভুল বুঝতে পেরে হয়তো তারা আর এসব কর্মকান্ড করবে না। কিন্তু দুর্ভাগ্য ‘চোরে না শোনে ধর্মের কাহিনি’। বিএনপিও আজকে সেই পথে চলে গেছে। এদের মধ্যে শিষ্টাচার ও গণতন্ত্রের চর্চা নেই। মূল্যবোধ নেই। তারা শুধু ধ্বংস করতে জানে। তাদের মধ্যে শুধু ধ্বংসাত্মক মনোভাব দেখা যাচ্ছে।

 

 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর