শিরোনাম
বুধবার, ৬ ডিসেম্বর, ২০২৩ ০০:০০ টা
জাতীয় সংসদ নির্বাচন

ইসলামী দলের টার্গেট চট্টগ্রাম

মুহাম্মদ সেলিম, চট্টগ্রাম

বৃহত্তর চট্টগ্রামের নয়টি আসনকে টার্গেট করে মাঠে নেমেছে পাঁচ ইসলামী দল। সাংগঠনিক অবস্থান ও জনপ্রিয়তার ভিত্তিতে এ আসনগুলোয় বিজয়ী হওয়ার স্বপ্নও দেখছে তারা। নিজ নিজ দল মনোনীত প্রার্থীকে এমপি হিসেবে দেখতে দলের চেয়ারম্যান, মহাসচিবসহ প্রভাবশালী নেতাদের ওই আসনগুলোয় মনোনয়ন দেওয়া হয়েছে।

ইসলামী ঐক্যজোটের যুগ্ম-মহাসচিব মাওলানা মাঈনুদ্দীন রুহী বলেন, ‘এবার জাতীয় সংসদ নির্বাচনে ইসলামী ঐক্যজোট ৪০টি আসনে প্রার্থী দিয়েছে। যার মধ্যে চট্টগ্রাম বিভাগের চারটি আসনেও আমাদের শক্তিশালী অবস্থান রয়েছে। সুষ্ঠু নির্বাচন হলে এ আসনগুলোয় আমাদের মনোনীত প্রার্থী বিজয় লাভ করবেন।’ বাংলাদেশ ইসলামী ফ্রন্টের যুগ্ম-মহাসচিব আবদুর রহিম বলেন, ‘চট্টগ্রামের ফটিকছড়ি, পটিয়া, চন্দনাইশ ও বি-বাড়িয়ায় আমাদের শক্তিশালী অবস্থান রয়েছে। তাই টার্গেটকৃত আসনগুলোয় জনপ্রিয় প্রার্থীদের মনোনয়ন দেওয়া হয়েছে। আশা করি এ আসনগুলোয় আমরা বিজয়ী হব।’ জানা যায়, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বৃহত্তর চট্টগ্রামের নয়টি আসনে বিজয়ের টার্গেট নিয়ে মাঠে নেমেছে কওমি ও পীর ভিত্তিক পাঁচ ইসলামী দল। এর মধ্যে রয়েছে ইসলামী ঐক্যজোট, বাংলাদেশ ইসলামী ফ্রন্ট, ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ, তরিকত ফেডারেশন ও বাংলাদেশ সুপ্রিম পার্টি। এর মধ্যে কওমি মতাদর্শী রাজনৈতিক দল ইসলামী ঐক্যজোট ৪০ আসনে প্রার্থী দিয়েছে। যার মধ্যে চারটিতে বিজয়ী হওয়ার সম্ভাবনা দেখছে দলটি। এগুলো হলো ব্রাহ্মণবাড়িয়া-২-এ দলের চেয়ারম্যান মাওলানা আবুল হাসানাত আমিনী, ব্রাহ্মণবাড়িয়া-৫-এ কেন্দ্রীয় নেতা মেহেদি হাসান, কুমিল্লা-২-এ সহকারী মহাসচিব মাওলানা আফতাফ হোসেন ও চট্টগ্রাম-১৪-তে শফকত হোসেন চাটগামী। পীরভিত্তিক বাংলাদেশ ইসলামী ফ্রন্ট ৪০ আসনে প্রার্থী দিয়েছে। যার মধ্যে কমপক্ষে চারটিতে জয়ের সম্ভাবনা দেখছে। এগুলো হলো চট্টগ্রাম-২ ও চট্টগ্রাম-১২-তে দলের চেয়ারম্যান মাওলানা এম এ মতিন। চট্টগ্রাম-১৪ থেকে নির্বাচন করছেন মহাসচিব স ম আবদুস সামাদ আর ব্রাহ্মণবাড়িয়া-১-এ অ্যাডভোকেট মুহাম্মদ ইসলাম উদ্দিন দুলাল। ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ ৩০০ আসনে প্রার্থী দিলেও একটি আসনে জয়ের সম্ভাবনা দেখছে। চাঁদপুর-৫-এ মাওলানা সৈয়দ মুহাম্মদ বাহাদুর শাহ মোজাদ্দেদী। পীরভিত্তিক আরেক দল তরিকত ফেডারেশনের চট্টগ্রাম-২ আসনে শক্তিশালী অবস্থান রয়েছে। জোটবদ্ধভাবে এ আসনে সর্বশেষ দুটি নির্বাচনে বিজয়ী হয়েছেন ফেডারেশন চেয়ারম্যান নজিবুল বশর মাইজভান্ডারী।

এবারও জোটবদ্ধ নির্বাচন করে বিজয়ের প্রত্যাশা করছেন তিনি। এ আসনে শক্তিশালী অবস্থানে রয়েছে নতুন রাজনৈতিক দল বাংলাদেশ সুপ্রিম পার্টিও। পারিবারিক ঐতিহ্যের কারণে দলটির চেয়ারম্যান সাইফুদ্দীন মাইজভান্ডারীর শক্তিশালী অবস্থান রয়েছে এ আসনে। তিনি বিজয়ী হয়ে প্রথমবারের মতো এমপি হওয়ার স্বপ্ন দেখছেন।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর