বুধবার, ৬ ডিসেম্বর, ২০২৩ ০০:০০ টা

কাঁঠালিয়ায় বিএনপির শতাধিক নেতা-কর্মীর পদত্যাগ

ঝালকাঠি প্রতিনিধি

বিএনপির সাবেক ভাইস চেয়ারম্যান ঝালকাঠি-১ আসনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী ব্যারিস্টার শাহজাহান ওমরের অনুসারী কাঁঠালিয়া উপজেলা বিএনপি, যুবদল ও স্বেচ্ছাসেবক দলের শতাধিক নেতা-কর্মী পদত্যাগ করেছেন। শাহজাহান ওমরের সঙ্গে নির্বাচনে অংশ নিতে গতকাল দুপুরে তাঁরা পদত্যাগ করেন। তাঁরা কাঁঠালিয়া বাসস্ট্যান্ড এলাকায় শাহজাহান ওমরের নির্বাচনি কার্যালয়ে এসে এক সংবাদ সম্মেলনে পদত্যাগের ঘোষণা দেন।

পদত্যাগকারীদের মধ্যে উল্লেখযোগ্যরা হলেন কাঁঠালিয়া উপজেলা বিএনপির একাংশের সাংগঠনিক সম্পাদক ইলিয়াছ মিয়া ও মো. মোস্তাফিজুর রহমান মারুফ, যুবদলের সহসভাপতি তরিকুল ইসলাম বশির, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক হাসিব ভুট্টো ও সদস্যসচিব জাকির হোসেন। এঁদের নেতৃত্বে উপজেলার ছয়টি ইউনিয়নের শতাধিক নেতা-কর্মী বিএনপি ছেড়ে আওয়ামী লীগে যোগদান করেন।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর