বুধবার, ৬ ডিসেম্বর, ২০২৩ ০০:০০ টা

পর্যবেক্ষক হিসেবে দ্বিতীয় ধাপে নিবন্ধন পাচ্ছে ২৯টি সংস্থা

নিজস্ব প্রতিবেদক

দ্বিতীয় ধাপে নির্বাচন কমিশনের নিবন্ধন পেতে যাচ্ছে ২৯টি পর্যবেক্ষক সংস্থা। তাদের বিষয়ে কোনো ধরনের আপত্তি না আসায় নিবন্ধন দেওয়ার বিষয়ে নির্বাচন কমিশনে উপস্থাপন করা হবে, জানান ইসির অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ। এর আগে প্রথম ধাপে ২১১টি দেশীয় পর্যবেক্ষক সংস্থা হিসেবে নিবন্ধন পেতে আবেদন করে। কয়েক দফা যাচাই-বাছাই করে ৬৭টি সংস্থাকে নিবন্ধন দেয় ইসি। দ্বিতীয়বার ১৪ সেপ্টেম্বর গণবিজ্ঞপ্তি প্রকাশ করার পর ১৪৯টি আবেদন জমা পড়ে। ইসির যুগ্ম-সচিবের (আইন) নেতৃত্বে সাত সদস্যের যাচাই-বাছাই কমিটি প্রাথমিক বাছাই করে। এর মধ্যে ২৯টি সংস্থাকে প্রাথমিকভাবে বাছাই করা হয়। ইসির অতিরিক্ত সচিব বলেন, ৭ জানুয়ারি ভোটের আগে এসব সংস্থাকে নিবন্ধন দেওয়ার প্রক্রিয়া দ্রুত সম্পন্ন করা হবে।

 যাতে ডিসেম্বরের মাঝামাঝি সময়ের মধ্যে তারা যেন পর্যবেক্ষণের জন্য ইসিতে আবেদন সম্পন্ন করতে পারে।

১৫ নভেম্বর ইসি ঘোষিত তফসিল অনুযায়ী, ৩০ নভেম্বর পর্যন্ত মনোনয়নপত্র জমার শেষ সময় ছিল। মনোনয়নপত্র বাছাই শেষ হয়েছে ৪ ডিসেম্বর। প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ১৭ ডিসেম্বর। রিটার্নিং কর্মকর্তারা প্রতীক বরাদ্দ করবেন ১৮ ডিসেম্বর। নির্বাচনি প্রচার চলবে ৫ জানুয়ারি সকাল ৮টা পর্যন্ত। ভোট হবে ৭ জানুয়ারি।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর