বুধবার, ৬ ডিসেম্বর, ২০২৩ ০০:০০ টা

টাকা আত্মসাতের অভিযোগে ডিএসসিসি রেভিনিউ সুপারভাইজার চাকরিচ্যুত

নিজস্ব প্রতিবেদক

হোল্ডিং ট্যাক্স বাবদ আদায় করা ১২ লাখ ৪০ হাজার টাকা করপোরেশনের তহবিলে জমা না দিয়ে আত্মসাৎ করার অভিযোগে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের অঞ্চল-১-এর রেভিনিউ সুপারভাইজার উপল দেকে চাকরিচ্যুত করা হয়েছে। এ ব্যাপারে সোমবার শাহবাগ থানায় মামলা করা হলে ওই রাতেই পুলিশ তাকে গ্রেফতার করে জেলহাজতে পাঠায়। গতকাল ডিএসসিসির জনসংযোগ কর্মকর্তার পাঠানো এক প্রেসবিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, উপল দে রেডিনিউ সুপারভাইজার পদে রাজস্ব বিভাগ (পৌরকর শাখা), অঞ্চল-১ এবং একই পদে অঞ্চল-৭, ওয়ার্ড-৭৩-এ অতিরিক্ত দায়িত্বে কর্মরত ছিলেন। কর্মরত অবস্থায় তিনি গত ৩১ জুলাই দক্ষিণগাঁও পশ্চিমপাড়ার ৩ নম্বর হোল্ডিংয়ের মালিক এস এম মঞ্জুর মোর্শেদের কাছ থেকে রশিদের মাধ্যমে ১২ লাখ ৪০ হাজার ৯৯২ টাকা কর আদায় করেন। এই টাকা তিনি করপোরেশনের তহবিলে জমা না দিয়ে প্রতারণামূলকভাবে জালিয়াতি করে অর্থ আত্মসাৎ করেন।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর