শুক্রবার, ৮ ডিসেম্বর, ২০২৩ ০০:০০ টা

বিজয়ের মাসে বসতবাড়ি পেলেন বীর মুক্তিযোদ্ধা রিজিয়া বেগম

বিজয়ের মাসে বসতবাড়ি পেলেন বীর মুক্তিযোদ্ধা রিজিয়া বেগম

বিজয়ের মাসে একাত্তরের বীর মুক্তিযোদ্ধা বীরকন্যা রিজিয়া বেগমকে বসতবাড়ি হস্তান্তর করেছে ‘চেষ্টা’ নামের সংগঠন। গতকাল তাঁকে এ সংগঠনের পক্ষ থেকে তেজকুনি পাড়া, রেলওয়ে কলোনি, ঢাকায় অবস্থিত ‘চেষ্টা বাড়ি নম্বর-৩’ প্রদান করা হয়। বাড়ি হস্তান্তরের সময় উপস্থিত ছিলেন ‘চেষ্টা’-এর উপদেষ্টা সাবেক সেনাপ্রধান লে. জে. (অব.) হারুন অর রসিদ বীরপ্রতীক, সাবেক অতিরিক্ত সচিব মো. জহিরুল হক, চেষ্টার সভাপতি লায়লা নাজনীন হারুন, সেক্রেটারি দিলরুবা বেগম, মিডিয়া করসপন্ডেন্ট গুলসান নাসরীন চৌধুরী, অন্যান্য সদস্য এবং মহানগর উত্তর আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট আনিছুর রহমান। বীর মুক্তিযোদ্ধা বীরকন্যা রিজিয়া বেগমের মুক্তিযোদ্ধা রেজি. নম্বর ০১১২০০০৮৮০২। বাড়ি পেয়ে রিজিয়া বেগম আবেগাপ্লুত হয়ে ‘চেষ্টা’ সংগঠনের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করে বলেন, ‘আমি গর্বিত। এখন আমি স্বাধীন দেশে নিজের ঠিকানায় বীরকন্যা এবং মুক্তিযোদ্ধা হিসেবে মাথা উঁচু করে সম্মানের সঙ্গে বাঁচব।’ অন্যদিকে ‘চেষ্টা’র উপদেষ্টারা উল্লেখ করেন, বীরকন্যার মহতি কর্মের জন্যই এ উপহার। সংগঠনের সভাপতি লায়লা নাজনীন হারুন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবের প্রতি শ্রদ্ধা জানিয়ে উল্লেখ করেন, সমাজের বিত্তবান এবং দেশের প্রতি দায়িত্বশীল জনগোষ্ঠী যেন বীরকন্যাদের প্রতি শ্রদ্ধা জানান এবং এ কাজে যুক্ত ‘চেষ্টা’ সংগঠনের পাশে দাঁড়ান। বিজ্ঞপ্তি

 

 

 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর