শুক্রবার, ৮ ডিসেম্বর, ২০২৩ ০০:০০ টা

খুলনায় অনুষ্ঠিত হলো ‘কুরআনের নূর’ প্রতিযোগিতার অডিশন

নিজস্ব প্রতিবেদক, খুলনা

খুলনায় অনুষ্ঠিত হলো আন্তর্জাতিক হিফজুল কুরআন প্রতিযোগিতা-২০২৪ এর খুলনা বিভাগের অডিশন পর্ব। গতকাল সকাল ৯টা থেকে ‘কুরআনের নূর পাওয়ার্ড বাই বসুন্ধরা’ শিরোনামে খুলনা নগরীর তালিমুল মিল্লাত রহমাতিয়া ফাজিল মাদরাসা (খালাশী মাদরাসা) প্রাঙ্গণে রেজিস্ট্রেশন, বাছাইপর্ব অনুষ্ঠিত হয়। খুলনা বিভাগ থেকে চূড়ান্ত রাউন্ডে অংশগ্রহণের জন্য ইয়েস কার্ড পেয়েছে ১০ জন।

এর আগে গতকাল ভোরে দূর-দূরান্ত জেলা-উপজেলা থেকে হাজির হয় কোমলমতি হাফেজরা। দেশের শীর্ষস্থানীয় শিল্পগোষ্ঠী বসুন্ধরা গ্রুপের পৃষ্ঠপোষকতায় হাফেজদের সর্ববৃহৎ মিলনমেলা হিফজুল কুরআন প্রতিযোগিতা-২০২৪ কুরআনের নূর আয়োজন করেছে বায়তুল মোকাররম জাতীয় মসজিদ মুসল্লি কমিটি।

খুলনা বিভাগের অডিশন সমন্বয়ক হাফেজ মাওলানা শহিদুল ইসলাম বলেন, ১৫ বছরের কম বয়সী প্রায় ৩৫০ জন কুরআনের হাফেজ প্রতিযোগিতার খুলনা পর্বে অংশগ্রহণ করেছে। বায়তুল মোকাররম জাতীয় মসজিদ মুসল্লি কমিটির সাধারণ সম্পাদক মিজানুর রহমান মানিক বলেন, বসুন্ধরা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক সায়েম সোবহান আনভীরের অনুপ্রেরণা ও দিকনির্দেশনায় কুরআনের পাখিদের এই মিলনমেলার আয়োজন করা হয়েছে। বায়তুল মোকাররম জাতীয় মসজিদের ইমাম মাওলানা মুফতি মহিউদ্দিন কাসেমী বলেন, কুরআনের পাখিদের প্রতিযোগিতা শুরুর পর অনেকের মধ্যেই হাফেজ হওয়ার আগ্রহ উদ্দীপনা তৈরি হয়েছে।

তারা প্রতিযোগিতায় জাতীয় পর্বে শ্রেষ্ঠ হবে এবং এর মাধ্যমে আন্তর্জাতিক পর্যায়ে যেতে পারবে। বসুন্ধরা গ্রুপের এই উদ্যোগ সারা বিশ্বে প্রশংসিত হয়েছে। খুলনার অডিশনের চূড়ান্ত পর্বে বিচারক হিসেবে আরও ছিলেন কারী নাজমুল হাসান, কারী মুসতাকিম বিল্লাহসহ বরেণ্য হাফেজরা।

প্রতিযোগিতায় জাতীয় পর্যায়ের প্রথম বিজয়ী হাফেজ পাবে ১০ লাখ টাকা ও সম্মাননা। দ্বিতীয় বিজয়ী পাবে ৭ লাখ টাকা ও সম্মাননা। তৃতীয় পুরস্কার ৫ লাখ টাকা ও সম্মাননা। চতুর্থ ও পঞ্চম পুরস্কার ২ লাখ টাকা করে ও সম্মাননা। ষষ্ঠ থেকে অষ্টম স্থান অর্জনকারী বাকি তিনজন পাবে ১ লাখ টাকা করে আর্থিক পুরস্কার ও সম্মাননা। এবারও জাতীয় পর্যায়ের আট বিজয়ী, তাদের পরিবার ও ওস্তাদকে ওমরাহ পালনের জন্য সৌদি আরব পাঠানো হবে।

অন্যদিকে প্রতিযোগিতার আন্তর্জাতিক পর্যায়ের প্রথম বিজয়ী পাবে ১৫ লাখ টাকা ও সম্মাননা। দ্বিতীয় বিজয়ী পাবে ১০ লাখ টাকা ও সম্মাননা এবং তৃতীয় বিজয়ী পাবে ৫ লাখ টাকা ও সম্মাননা।

এ প্রতিযোগিতায় মিডিয়া পার্টনার বাংলাদেশ প্রতিদিন, দৈনিক কালের কণ্ঠ, ডেইলি সান, বাংলানিউজটোয়েন্টিফোর.কম, ক্যাপিটাল এফএম। আর পবিত্র রমজানে কুরআনের নূর সম্প্রচারিত হবে নিউজটোয়েন্টিফোর টেলিভিশনে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর