শুক্রবার, ৮ ডিসেম্বর, ২০২৩ ০০:০০ টা

ভারত-বাংলাদেশ একসঙ্গে এগিয়ে যেতে চায়

ভারতীয় সহকারী হাইকমিশনার

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

ভারতীয় সহকারী হাইকমিশনার ডা. রাজীব রঞ্জন বলেছেন, মহান স্বাধীনতা যুদ্ধে ভারত বাংলাদেশের পাশে ছিল, এখনো আছে এবং ভবিষ্যতেও থাকবে। ভারত-বাংলাদেশ একসঙ্গে এগিয়ে যেতে চায় অনেক দূর। গত বুধবার রাতে নগরীর র‌্যাডিসন ব্লুতে চট্টগ্রামের ভারতীয় সহকারী হাইকমিশনের উদ্যোগে মৈত্রী দিবস-২০২৩ উদযাপন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। তিনি বলেন, ১৯৭১ সালের এ দিনেই ভারত বাংলাদেশকে একটি স্বাধীন, সার্বভৌম দেশ হিসেবে আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দেয়। ভারত বাংলাদেশের সঙ্গে দ্বিপক্ষীয় কূটনৈতিক সম্পর্ক স্থাপনকারী প্রথম দেশগুলোর মধ্যে একটি। তিনি তার স্বাগত বক্তব্যে ভারত ও বাংলাদেশের মধ্যে গভীর সভ্যতাগত সম্পর্কও তুলে ধরেন।

মৈত্রী দিবস উদযাপনে বাংলাদেশের বিশিষ্ট শিল্পীদের বিভিন্ন পরিবেশনার মাধ্যমে ভারত ও বাংলাদেশের সমৃদ্ধ ও বৈচিত্র্যময় সাংস্কৃতিক ঐতিহ্য প্রদর্শন করা হয়। অনুষ্ঠানের শুরুতে মঙ্গলপ্রদীপ প্রজ্বালন করেন ভারতীয় সহকারী হাইকমিশনার ডা. রাজীব রঞ্জন, প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. অনুপম সেন, চট্টগ্রাম মহানগর মুক্তিযোদ্ধা। পরে বীর মুক্তিযোদ্ধাদের ক্রেস্ট এবং উত্তরীয় পরিয়ে সম্মান জানানো হয়।

 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর