শুক্রবার, ৮ ডিসেম্বর, ২০২৩ ০০:০০ টা

সিলেটে ব্যাডমিন্টন খেলতে গিয়ে প্রাণিসম্পদ কর্মকর্তার মৃত্যু

নিজস্ব প্রতিবেদক, সিলেট

সিলেটে ব্যাডমিন্টন খেলতে গিয়ে হৃদরোগে আক্রান্ত হয়ে জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মোহাম্মদ শহীদুল ইসলামের মৃত্যু হয়েছে। বুধবার রাতে নগরীর টিলাগড়ের দুগ্ধ খামারের মাঠে ব্যাডমিন্টন খেলতে গিয়ে হৃদরোগে আক্রান্ত হন তিনি। সেখান থেকে প্রথমে ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন ও পরে ইবনে সিনা হাসপাতালে নিয়ে যাওয়ার পর চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। ইবনে সিনার চিকিৎসকরা জানান, হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে। শহীদুল ইসলাম নগরীর বালুচর সোনার বাংলা এলাকায় বসবাস করতেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫০ বছর। তার স্ত্রী ড. সুলতানা বিলকিস সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে উপপরিচালক হিসেবে কর্মরত। তাদের এক ছেলে ও এক মেয়ে রয়েছে। বুধবার দিবাগত রাত সাড়ে ১২টায় সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় জামে মসজিদ প্রাঙ্গণে তার প্রথম জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। পরে সেখান থেকে দাফনের উদ্দেশে তার গ্রামের বাড়ি টাঙ্গাইলের ঘাটাইলে নিয়ে যাওয়া হয়।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর