শুক্রবার, ৮ ডিসেম্বর, ২০২৩ ০০:০০ টা

খুলনায় তিন দিনব্যাপী বিকাশ পেমেন্ট মেলা শুরু

নিজস্ব প্রতিবেদক, খুলনা

দেশজুড়ে সহজ, নিরাপদ, ক্যাশবিহীন ডিজিটাল পেমেন্টকে আরও উৎসাহিত করতে খুলনা নগরীতে শুরু হয়েছে তিন দিনব্যাপী বিকাশ পেমেন্ট মেলা। গতকাল নগরীর কেডিএ অ্যাপ্রোচ রোডে বিজয়গাঁথা কমিউনিটি সেন্টারে মেলার উদ্বোধন করা হয়। এতে উপস্থিত ছিলেন বিকাশের মার্চেন্ট ডেভেলপমেন্ট খুলনা সার্কেল হেড অনিন্দ্য কুমার পাল। মেলা চলবে ৯ ডিসেম্বর পর্যন্ত। মেলায় থাকছে বিভিন্ন লাইফস্টাইল ব্র্যান্ড, পোশাক, জুতা, খেলনা, প্লাস্টিক পণ্য, হস্তশিল্প, খাদ্যসামগ্রী, ইলেকট্রনিকসহ বিভিন্ন পণ্য ও সেবা স্টল। কেনাকাটার ওপর মার্চেন্ট ভেদে থাকবে বিভিন্ন অঙ্কের ক্যাশব্যাক ও ডিসকাউন্ট অফার। বর্ণিল মেলায় স্থানীয় শিল্পীদের সংগীত পরিবেশনা, গ্রাহক ও মার্চেন্টদের জন্য পৃথক র‌্যাফেল ড্র, বাচ্চাদের জন্য পাপেট শোসহ নানা আয়োজন থাকছে। গ্রাহকরা তাদের বিকাশ অ্যাপ অথবা অ্যাকাউন্ট দেখিয়ে মেলায় প্রবেশ করতে পারবেন। যাদের বিকাশ অ্যাকাউন্ট নেই তারা    মেলা প্রাঙ্গণেই বিকাশ অ্যাকাউন্ট খুলে নিতে পারবেন।

উল্লেখ্য, এ মেলায় দর্শনার্থীরা শুধু বিকাশ পেমেন্টেই সব রকমের কেনাকাটা করতে পারবেন।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর