শিরোনাম
শুক্রবার, ৮ ডিসেম্বর, ২০২৩ ০০:০০ টা

টেকসই উন্নয়নের জন্য ক্ষুদ্র ও মাঝারি শিল্পের সক্ষমতা বৃদ্ধিতে জোর

নিজস্ব প্রতিবেদক

এলডিসি গ্র্যাজুয়েশনের চ্যালেঞ্জ মোকাবিলা, এসডিজি অর্জন এবং উন্নত বাংলাদেশ বিনির্মাণে শিল্পের বহুমুখীকরণ এখন সময়ের দাবি। এসব লক্ষ্য বাস্তবায়নে নতুন নতুন উদ্ভাবন এবং মেধাস্বত্ব সম্পদের সুরক্ষার মাধ্যমে কুটির, ক্ষুদ্র ও মাঝারি শিল্পের প্রতিযোগিতা সক্ষমতা বাড়ানোর বিকল্প নেই। গতকাল রাজধানীর গুলশানে বাংলাদেশ প্রাইভেট সেক্টর ওয়ার্কিং কমিটির (বিপিএসডব্লিউসি) দ্বিতীয় সভায় এ কথা বলেন এফবিসিসিআই সভাপতি এবং বাংলাদেশ প্রাইভেট সেক্টর ওয়ার্কিং কমিটির চেয়ারম্যান মাহবুবুল আলম। তিনি বলেন, বর্তমান সময়ে উৎপাদনশীলতা বৃদ্ধি, অর্থনৈতিক প্রবৃদ্ধি ও কর্মসংস্থান তৈরিতে ব্যবসা-বাণিজ্য সম্প্রসারণ, বিনিয়োগ বৃদ্ধি এবং প্রযুক্তি ও উদ্ভাবন অতি জরুরি হয়ে দাঁড়িয়েছে। এমন বাস্তবতায় ক্ষুদ্র ব্যবসা উদ্যোগ থেকে শুরু করে করপোরেট প্রতিষ্ঠান এমনকি বহুজাতিক প্রতিষ্ঠানেরও সক্ষমতা বৃদ্ধি এবং বহুমুখীকরণ প্রয়োজন। সভায় অংশ নিয়ে বাংলাদেশে জাতিসংঘের আবাসিক সমন্বয়কারী গোয়াইন লুইস জানান, বাংলাদেশের টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনের জন্য বাংলাদেশ সরকার, জাতিসংঘ এবং জাতীয় ও আন্তর্জাতিক উন্নয়ন সংস্থাগুলোর সমন্বয়ে বেসরকারি খাতকে সহায়তা করবে বিপিএসডব্লিউসি।

তিনি বলেন, এলডিসি গ্র্যাজুয়েশন এবং টেকসই উন্নয়ন বাস্তবায়নে বিপিএসডব্লিউসির এই উদ্যোগ গুরুত্বপূর্ণ অবদান রাখবে। পাশাপাশি আন্তর্জাতিক বাজারের বিদ্যমান সুযোগকে কাজে লাগাতে এবং বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির ধারা বজায় রাখতে এমন উদ্যোগ কার্যকরী হবে বলে আমার বিশ্বাস।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর