শনিবার, ৯ ডিসেম্বর, ২০২৩ ০০:০০ টা

বেগম রোকেয়া দিবস আজ

পাঁচ বিশিষ্ট নারী পাবেন রোকেয়া পদক

নিজস্ব প্রতিবেদক

বেগম রোকেয়া দিবস আজ

বেগম রোকেয়া দিবস আজ। নারী জাগরণ ও নারীর অধিকার আন্দোলনের অন্যতম পথিকৃৎ বেগম রোকেয়ার জন্মদিন আজ। ১৮৮০ সালের ৯ ডিসেম্বর রংপুর জেলায় তিনি জন্মগ্রহণ করেন এবং ১৯৩২ সালের একই দিনে মারা যান। মুক্তচিন্তা, ধর্মনিরপেক্ষ দৃষ্টিভঙ্গি এবং শাণিত লেখনীর মধ্য দিয়ে বেগম রোকেয়া বিশ শতকের একজন বিরল ব্যক্তিত্ব হিসেবে স্মরণীয় হয়ে আছেন। বাঙালি মুসলিম সমাজে নারী স্বাধীনতার পক্ষে প্রথম প্রতিবাদী কণ্ঠস্বর বেগম রোকেয়া। দিবসটি উপলক্ষে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা পৃথক বাণী দিয়েছেন। আজ রোকেয়া দিবস উপলক্ষে প্রধানমন্ত্রী সকাল ১০টায় রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে পাঁচজন বিশিষ্ট নারীকে বেগম রোকেয়া পদক প্রদান করবেন। পদকপ্রাপ্ত পাঁচ বিশিষ্ট নারী ও তাদের অবদানের ক্ষেত্র হলো- নারী শিক্ষায় বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের প্রথম নারী উপাচার্য খালেদা একরাম, মরণোত্তর (ঢাকা জেলা)। নারী অধিকার প্রতিষ্ঠায় ডা. হালিদা হানুম আখতার (রংপুর জেলা)। নারীর আর্থ-সামাজিক উন্নয়নে কামরুন্নেছা আশরাফ দিনা, মরণোত্তর (নেত্রকোনা জেলা)। নারী জাগরণে উদ্বুদ্ধকরণে নিশাত মজুমদার (লক্ষ্মীপুর জেলা) এবং পল্লী উন্নয়নে রনিতা বালা (ঠাকুরগাঁও জেলা)। পদকপ্রাপ্তরা অনুষ্ঠানস্থলে উপস্থিত থেকে প্রধানমন্ত্রীর কাছ থেকে পদক গ্রহণ করবেন।

 পদকপ্রাপ্তদের ১৮ ক্যারেট মানের ২৫ গ্রাম ওজনের সোনার পদক, পদকের রেপ্লিকা, ৪ লাখ টাকার চেক ও সম্মাননাপত্র প্রদান করা হবে।

সর্বশেষ খবর