শনিবার, ৯ ডিসেম্বর, ২০২৩ ০০:০০ টা

জাবি শিক্ষার্থী নিহতের ঘটনায় বিচার দাবি

জাবি প্রতিনিধি

সেলফি বাসের রেষারেষিতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) অর্থনীতি বিভাগের ৪০ ব্যাচের সাবেক শিক্ষার্থী রুবেল পারভেজ নিহতের ঘটনায় বিচারের দাবি জানিয়ে মানববন্ধন করেছেন বিশ্ববিদ্যালয়ের সাবেক ও বর্তমান শিক্ষার্থীরা। গতকাল বেলা সাড়ে ১১টার দিকে জাবির প্রধান ফটকসংলগ্ন ঢাকা-আরিচা মহাসড়কে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে নিরাপদ সড়কের পাশাপাশি ঘাতক চালকের শাস্তি, সেলফি পরিবহনের রুট পারমিট বাতিল ও নিহতের পরিবারকে আর্থিক ক্ষতিপূরণ দেওয়ার দাবি জানানো হয়। এ সময় বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী ও সিনেট সদস্য আশীষ কুমার মজুমদার বলেন, নিহত রুবেলের পরিবারকে অবশ্যই ক্ষতিপূরণ দিতে হবে। অন্যথায় আমরা আরও কঠোর আন্দোলনে নামব। মানববন্ধনে আরও উপস্থিত ছিলেন জাবির সিনেট সদস্য সাবিনা ইয়াসমিন, এস্টেট শাখার ডেপুটি রেজিস্ট্রার আবদুর রহমান বাবুল, নিরাপদ সড়ক চাই আন্দোলনের ধামরাই উপজেলার সহসভাপতি মো. ইমরান হোসেনসহ প্রায় অর্ধশতাধিক শিক্ষার্থী।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর