শনিবার, ৯ ডিসেম্বর, ২০২৩ ০০:০০ টা

বরিশাল মুক্ত দিবস পালন

নিজস্ব প্রতিবেদক, বরিশাল

১৯৭১ সালের আজকের এই দিনে হানাদারমুক্ত হয় বরিশাল। র‌্যালির মধ্য দিয়ে বরিশাল হানাদারমুক্ত দিবস পালন করেছে মুক্তিযোদ্ধা সংসদ। গতকাল সকাল সাড়ে ৯টায় জেলা ও মহানগর এবং সদর উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের উদ্যোগে নগরীর বগুড়া রোডের মুক্তিযোদ্ধা সংসদ ভবন কার্যালয় চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়। র‌্যালিটি ফজলুল হক এভিনিউ, চকবাজার এবং সদর রোড প্রদক্ষিণ শেষে ফের মুক্তিযোদ্ধা সংসদ কার্যালয় চত্বরে গিয়ে শেষ হয়। র‌্যালিতে মুক্তিযোদ্ধা ছাড়াও মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড এবং বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশ নেন।

 

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর