শনিবার, ৯ ডিসেম্বর, ২০২৩ ০০:০০ টা

সরকার দেশকে গভীর খাদের কিনারায় নিয়ে যাচ্ছে : খেলাফত মজলিস

নিজস্ব প্রতিবেদক

খেলাফত মজলিসের নায়েবে আমির মাওলানা আহমদ আলী কাসেমী বলেছেন, সরকার গায়ের জোরে একতরফা নির্বাচনের দিকে যতই এগোচ্ছে সংকট তত ঘনীভূত হচ্ছে। জাতীয় নির্বাচনে সব রাজনৈতিক দলের অংশগ্রহণের স্বার্থে সমঝোতার পথ পরিহার করে সরকার দেশকে গভীর খাদের কিনারায় নিয়ে যাচ্ছে। ঘোষিত তফসিল বাতিল করে দলনিরপেক্ষ সরকারের অধীনে জাতীয় নির্বাচনের দাবিতে গতকাল বাদ জুমা বায়তুল মোকাররম উত্তর গেটে অনুষ্ঠিত বিক্ষোভ মিছিল-পূর্ব সমাবেশে তিনি এ কথা বলেন। খেলাফত মজলিস ঢাকা মহানগরী আয়োজিত সমাবেশে ঢাকা মহানগরী দক্ষিণ সভাপতি অধ্যাপক মাওলানা আজিজুল হকের সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন অধ্যাপক আবদুল জলিল, ডা. রিফাত হোসেন মালিক, আবদুল হাফিজ খসরু, সাহাব উদ্দিন আহমদ খন্দকার, সাইফ উদ্দিন আহমদ খন্দকার, মাওলানা নুরুল হক, নুর হোসেন, আবুল হোসেন, মাওলানা আজিজুল হক, আরিফুর রহমান প্রমুখ। মাওলানা আহমদ আলী কাসেমী আরও বলেন, নির্বাচন নিয়ে সরকারি দলের নিজেদের মধ্যে এখন পিঠা ভাগাভাগি শুরু হয়েছে, যা জাতির সঙ্গে তামাশা ছাড়া আর কিছু নয়। ৭ জানুয়ারি নির্বাচনের নামে সরকার যে প্রহসনের নাটক মঞ্চস্থ করতে যাচ্ছে তা জাতির কাছে কোনোভাবেই গ্রহণযোগ্য হবে না।

 

সর্বশেষ খবর