রবিবার, ১০ ডিসেম্বর, ২০২৩ ০০:০০ টা

আওয়ামী লীগের স্বতন্ত্ররা কোথাও আছেন, কোথাও নেই

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী

আওয়ামী লীগের স্বতন্ত্ররা কোথাও আছেন, কোথাও নেই

সংসদ নির্বাচনে অংশ নিতে মনোনয়নপত্র জমা দিলেও সরে দাঁড়াচ্ছেন আওয়ামী লীগের স্বতন্ত্র প্রার্থীরা। ইতোমধ্যে রাজশাহী-৫ আসনের বর্তমান এমপি ডা. মনসুর রহমান নিজের প্রার্থিতা প্রত্যাহারের আবেদন করেছেন। রাজশাহী-৩ আসনের স্বতন্ত্র প্রার্থী ও বর্তমান এমপি আয়েন উদ্দিন সরে দাঁড়ানোর ইঙ্গিত দিয়েছেন। নির্বাচন থেকে সরে দাঁড়াতে প্রার্থিতা প্রত্যাহার চেয়ে আবেদন করেছেন রাজশাহী-৫ (দুর্গাপুর-পুঠিয়া) আসনের বর্তমান এমপি ডা. মনসুর রহমান। নিজের স্বতন্ত্র প্রার্থিতা প্রত্যাহার চেয়ে গত বৃহস্পতিবার রাজশাহী জেলা রিটার্নিং কর্মকর্তার কাছে আবেদন করেছেন তিনি। বিষয়টি নিশ্চিত করেছেন এমপি মনসুর রহমান নিজেই। রাজশাহী-৫ (দুর্গাপুর-পুঠিয়া) আসনে এবার নৌকা প্রতীক পেয়েছেন দুবারের সাবেক এমপি আবদুল ওয়াদুদ দারা। রাজশাহী-৩ (পবা-মোহনপুর) আসনে দল আস্থা রাখেনি বর্তমান এমপি আয়েন উদ্দিনের ওপর। সেখানে এবার মনোনয়ন পেয়েছেন জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক আসাদুজ্জামান আসাদ। ওই আসনটিতে প্রার্থী হতে মনোনয়নপত্র জমা দেন বর্তমান এমপি আয়েন উদ্দিন। তবে তিনিও নির্বাচনের মাঠে না থাকার সিদ্ধান্ত নিয়েছেন। তবে রাজশাহী-৬ আসনে বর্তমান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর বিরুদ্ধে মাঠে সক্রিয় সাবেক এমপি রাহেনুল হক। সম্প্রতি রাজশাহী-৬ (বাঘা ও চারঘাট উপজেলা) আসনে স্বতন্ত্র প্রার্থী রাহেনুল হকের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেছেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য এ এইচ এম খায়রুজ্জামান লিটন। রাজশাহী-৪ (বাগমারা) আসনের বর্তমান এমপি এনামুল হককে মনোনয়ন দেয়নি আওয়ামী লীগ। এখানে আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন আবুল কালাম আজাদ। আসনটিতে স্বতন্ত্র প্রার্থী হিসেবে এখনো মাঠে এনামুল হক। তবে দলীয় একাধিক সূত্র জানিয়েছে, শেষ পর্যন্ত ভোটের মাঠে নাও থাকতে পারেন এনামুল হক। যদিও ভোটের মাঠে আছেন, নির্বাচন করতে চান বলে জানিয়েছেন তার ঘনিষ্ঠজনরা।

 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর