রবিবার, ১০ ডিসেম্বর, ২০২৩ ০০:০০ টা

অবশেষে প্রকাশ্যে আসছে বিএনপি

মাঠে নেই চট্টগ্রামের কেন্দ্রীয় নেতারা

ইমরান এমি, চট্টগ্রাম

অবশেষে আত্মগোপন থেকে প্রকাশ্যে আসছেন চট্টগ্রাম বিএনপির শীর্ষ নেতারা। ২৮ অক্টোবরের পর থেকে নিরুদ্দেশ হওয়া দলটির তিন ইউনিটের শীর্ষ নেতারা এতদিন ছিলেন না প্রকাশ্য কোনো কর্মসূচিতে। ফলে দলটির চলমান আন্দোলন হয়ে পড়ে অনেকটা তৃণমূল নেতা নির্ভর। আজ আন্তর্জাতিক মানবাধিকার দিবস ঘিরে খোলস থেকে বের হয়ে প্রকাশ্য কর্মসূচিতে আসার প্রস্তুতি নিয়েছেন তারা। দিবসটি পালনে সমাবেশের জন্য পূর্বাহ্ণে অনুমতির জন্য আবেদন করা হলেও তা মেলেনি। তবে সম্মিলিত পেশাজীবী পরিষদের ব্যানারে আজ বেলা ১১টায় প্রেস ক্লাবের সামনে কর্মসূচি পালন করবে বলে দলীয় সূত্র জানান।

মাঠে নেই চট্টগ্রামের কেন্দ্রীয় নেতারা : বিএনপির কেন্দ্রীয় কমিটিতে আছেন চট্টগ্রামের ২৪ নেতা। এর মধ্যে স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী গ্রেফতার হয়ে কারাগারে আছেন। যুগ্ম মহাসচিব আসলাম চৌধুরী ২০১৬ সালের মে থেকে জেলে আছেন। বাকি ২২ জনের মধ্যে ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমান, মীর নাছির উদ্দিন, গিয়াস উদ্দিন কাদের চৌধুরী, চেয়ারপারসনের উপদেষ্টা রোজি কবির, ডা. সুকোমল বড়ুয়া, গোলাম আকবর খোন্দকার, এস এম ফজলুল হক, মহিলাবিষয়ক সম্পাদক নুরী আরা সাফা, সাংগঠনিক সম্পাদক মাহবুবের রহমান শামীম, শ্রমবিষয়ক সম্পাদক এম নাজিম উদ্দিন, পরিবারকল্যাণ সম্পাদক ডা. মহসিন জিল্লুর করিম, স্বাস্থ্যবিষয়ক সম্পাদক ডা. ফাওয়াজ হোসেন শুভ, তথ্য ও গবেষণা বিষয়ক সহসম্পাদক কাদের গণি চৌধুরীকে মাঠে দেখা যায়নি। এ ছাড়া বিএনপির কেন্দ্রীয় সদস্য সরওয়ার জামাল নিজাম, গাজী শাহজাহন জুয়েল, মোস্তফা কামাল পাশা, বিচারপতি ফয়সল মাহমুদ চৌধুরী, আনোয়ার হোসাইন, সাথী উদয় কুমার বড়ুয়া, হুম্মাম কাদের চৌধুরীকেও গত এক মাসের বেশি সময় ধরে চলা কর্মসূচিতে প্রকাশ্যে বা গোপনে মাঠে পাননি স্থানীয় নেতা-কর্মীরা।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর