রবিবার, ১০ ডিসেম্বর, ২০২৩ ০০:০০ টা

দ্বাদশ সংসদ নির্বাচন তামাশার নির্বাচনে পরিণত হয়েছে

-বাংলাদেশ খেলাফত মজলিস

নিজস্ব প্রতিবেদক

বাংলাদেশ খেলাফত মজলিসের সিনিয়র নায়েবে আমির মাওলানা ইউসুফ আশরাফ বলেছেন, আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন একটি তামাশার নির্বাচনে পরিণত হয়েছে। যারাই এ নির্বাচনে অংশগ্রহণ করেছেন প্রত্যেকেই নৌকা প্রতীক চান। আসন ভাগাভাগির উৎসব চলছে। তামাশার এ নির্বাচন দেশের মানুষের কাছে গ্রহণযোগ্যতা পাবে না।  গতকাল রাজধানীর পল্টনে সংগঠনের কেন্দ্রীয় কার্যালয়ে কেন্দ্রীয় নির্বাহী পরিষদের বৈঠকে সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সভায় নিরপেক্ষ সরকারের অধীনে জাতীয় নির্বাচন, সংগঠনের মহাসচিব মাওলানা মামুনুল হকসহ আলেমদের দ্রুত মুক্তি ও দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি রোধের দাবিতে ১৫ ডিসেম্বর শুক্রবার বাদ জুমা বায়তুল মোকাররম উত্তর গেটে বিক্ষোভ সমাবেশ ও মিছিল করার সিদ্ধান্ত নেওয়া হয়। ভারপ্রাপ্ত মহাসচিব মাওলানা জালালুদ্দীন আহমদের পরিচালনায় মুফতি শরাফত হোসাইন, মাওলানা তোফাজ্জল হোসাইন মিয়াজী, মাওলানা আজিজুর রহমান হেলাল প্রমুখ উপস্থিত ছিলেন।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর