রবিবার, ১০ ডিসেম্বর, ২০২৩ ০০:০০ টা
সংক্ষিপ্ত

আন্তর্জাতিক মানবাধিকার দিবস আজ

নিজস্ব প্রতিবেদক

আজ ১০ ডিসেম্বর আন্তর্জাতিক মানবাধিকার দিবস। ১৯৪৮ সালের এদিনে জাতিসংঘে মানবাধিকারের সর্বজনীন ঘোষণাপত্র গৃহীত হয়। বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও নানা কর্মসূচির মধ্য দিয়ে দিবসটি পালিত হচ্ছে। মানবাধিকার দিবসের এবারের প্রতিপাদ্য ‘সবার জন্য স্বাধীনতা, সমতা এবং ন্যায়বিচার’। দিবসটি উপলক্ষে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী পৃথক বাণী দিয়েছেন। বাণীতে তাঁরা মানবাধিকার দিবসের সব কর্মসূচির সাফল্য কামনা করেন। দিনটিতে বিশ্বকে জাতীয়তা, জাতি, ধর্ম বা অন্য কোনো ভেদাভেদ নির্বিশেষে প্রতিটি মানুষের প্রাপ্য অধিকার ও মৌলিক স্বাধীনতার কথা মনে করিয়ে দেওয়া হয়। মানবাধিকারের সর্বজনীন ঘোষণাপত্র অনুমোদনের পর থেকে কয়েক দশকে বিশ্বজুড়ে মানবাধিকার আরও ব্যাপকভাবে স্বীকৃত এবং সুরক্ষিত হয়েছে বলে মনে করা হয়। আন্তর্জাতিক মানবাধিকার দিবসে রাজধানী ঢাকাসহ সারা দেশে মানববন্ধন কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছে বিএনপিসহ সরকারবিরোধী রাজনৈতিক দলগুলো।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর