রবিবার, ১০ ডিসেম্বর, ২০২৩ ০০:০০ টা

‘লেভেল প্লেয়িং ফিল্ড’ রাখতে ইসিকে সতর্ক থাকতে হবে

নিজস্ব প্রতিবেদক

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সবার জন্য লেভেল প্লেয়িং ফিল্ড বজায় রাখতে নির্বাচন কমিশনকে (ইসি) সতর্ক থাকার দাবি জানিয়েছেন প্রগতিশীল ইসলামী জোটের চেয়ারম্যান এম এ আউয়াল। তিনি বলেন, একটি চক্র নির্বাচন বানচালে চক্রান্ত-ষড়যন্ত্র অব্যাহত রেখেছে। নির্বাচন ঘিরে কালো টাকার মালিকরা ইতোমধ্যে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের বিরুদ্ধে অপপ্রচার শুরু করেছে। গতকাল রাজধানীর কলাবাগানে আয়োজিত দলের সভায় এ আহ্বান জানান সাবেক এ সংসদ সদস্য। এম এ আউয়াল আরও বলেন, প্রগতিশীল ইসলামী জোটের প্রার্থীরা তৃণমূল বিএনপির সোনালি আঁশ প্রতীকে ভোট করছেন। তিনি জোটের মনোনীত প্রার্থীদের আচরণবিধির প্রতি লক্ষ্য রেখে স্ব-স্ব এলাকায় কার্যক্রম পরিচালনার ওপর গুরুত্বারোপ করেন।

 

 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর