রবিবার, ১০ ডিসেম্বর, ২০২৩ ০০:০০ টা

নভেম্বরে সড়কে ঝরল ৪৬৭ প্রাণ শীর্ষে মোটরসাইকেল দুর্ঘটনা

রোড সেফটি ফাউন্ডেশনের প্রতিবেদন

নিজস্ব প্রতিবেদক

সারা দেশে গত নভেম্বরে ৫৪১টি সড়ক দুর্ঘটনায় ৪৬৭ জন নিহত এবং ৬৭২ জন আহত হয়েছেন। নিহতের মধ্যে নারী ৫৩ ও শিশু ৬৬ জন। ২০৭টি মোটরসাইকেল দুর্ঘটনায় ১৮১ জন নিহত হয়েছেন, যা মোট নিহতের ৩৮ দশমিক ৭৫ শতাংশ। এর মধ্যে ৩৮ দশমিক ২৬ শতাংশ মোটরসাইকেল দুর্ঘটনার হার। দুর্ঘটনায় ১০৬ জন পথচারী নিহত হয়েছেন, যা মোট নিহতের ২২ দশমিক ৬৯ শতাংশ। যানবাহনের চালক ও সহকারী নিহত হয়েছেন ৬৮ জন, অর্থাৎ ১৪ দশমিক ৫৬ শতাংশ। নভেম্বরে পাঁচটি নৌ-দুর্ঘটনায় পাঁচজন নিহত ও তিনজন আহত হয়েছেন। ২২টি রেলপথ দুর্ঘটনায় নিহত ১৯ এবং আহত হয়েছেন ১৬ জন। গতকাল রোড সেফটি ফাউন্ডেশনের এক প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে।

দুর্ঘটনার পরিসংখ্যানে দেখা যায়, মোটরসাইকেল চালক ও আরোহী ১৮১ জন (৩৮ দশমিক ৭৫ শতাংশ), বাসযাত্রী আটজন (১ দশমিক ৭১ শতাংশ), ট্রাক-কাভার্ড ভ্যান-পিকআপ ভ্যান-পুলিশ ভ্যান আরোহী ২০ জন (৪ দশমিক ২৮ শতাংশ), প্রাইভেট কার-মাইক্রোবাস-অ্যাম্বুলেন্স-পাজেরো জিপ আরোহী ১৩ জন (২ দশমিক ৭৮ শতাংশ), থ্রি-হুইলার যাত্রী (ইজিবাইক-সিএনজি-অটোরিকশা-অটোভ্যান-লেগুনা) ১০৬ জন (২২ দশমিক ৬৯ শতাংশ), স্থানীয়ভাবে তৈরি যানবাহনের যাত্রী (নসিমন-করিমন-চান্দের গাড়ি-টমটম-পাওয়ারটিলার-ইট ভাঙার মেশিন গাড়ি) ১৪ জন (২ দশমিক ৯৯ শতাংশ) এবং বাইসাইকেল-প্যাডেল রিকশা-রিকশাভ্যান আরোহী ১৯ জন (৪ দশমিক ৬ শতাংশ) নিহত হয়েছেন।

রোড সেফটি ফাউন্ডেশনের পর্যবেক্ষণ ও বিশ্লেষণ বলছে, দুর্ঘটনাগুলোর মধ্যে ১৮৭টি (৩৪ দশমিক ৫৬ শতাংশ) মহাসড়কে, ২৩২টি (৪২ দশমিক ৮৮ শতাংশ) আঞ্চলিক সড়কে, ৮১টি (১৪ দশমিক ৯৭ শতাংশ) গ্রামীণ সড়কে, ৩৩টি (৬ দশমিক ৯ শতাংশ) শহরের সড়কে এবং অন্যান্য স্থানে আটটি (১ দশমিক ৪৭ শতাংশ) সংঘটিত হয়েছে। সময় বিশ্লেষণে দেখা যায়, দুর্ঘটনাগুলো ঘটেছে ভোরে ৩ দশমিক ৮৮ শতাংশ, সকালে ২৮ দশমিক ২৮ শতাংশ, দুপুরে ২২ দশমিক ৩৬ শতাংশ।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর