শিরোনাম
রবিবার, ১০ ডিসেম্বর, ২০২৩ ০০:০০ টা

সরকার কথা বলতেও বাধা দিচ্ছে : রিজভী

নিজস্ব প্রতিবেদক

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ বলেছেন, দেশে মানবাধিকার লঙ্ঘনের শিকার মানুষকে সরকার কথা বলতেও বাধা দিচ্ছে। আজ আন্তর্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষে গতকাল এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে তিনি এ অভিযোগ করেন।

রিজভী বলেন, গুম-খুনের শিকার হওয়া স্বজনদের সংগঠন মায়ের ডাকের উদ্যোগে শনিবার সকালে রাজধানীতে জাতীয় জাদুঘরের সামনে দাঁড়িয়ে স্বজনরা তাদের কথা বলতে চেয়েছিলেন। কিন্তু পুলিশ সেখানে তাদের দাঁড়াতে দেয়নি, টেনেহিঁচড়ে বের করে দিয়েছে। তাদের কথা বলতে দিতেও ভয় পাচ্ছে। তিনি বলেন, আজ গুম-খুন-মানবাধিকার লঙ্ঘনের শিকার ব্যক্তিরা তাদের কথা বলতে পারেন না। মানবাধিকার লঙ্ঘনের সরকার রাষ্ট্রশক্তি দিয়ে এমনভাবে টিকিয়ে রাখতে চায়, যাতে সরকারের অপরাধের বিরুদ্ধে কেউ টুঁ-শব্দও না করতে পারে। তিনি বলেন, আসুন সাহস-আশা ও দৃঢ় সংকল্পের মনোভাব নিয়ে আমরা চলমান গণতান্ত্রিক আন্দোলনকে বিজয়ের পথে ধাবিত করি।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর