শিরোনাম
রবিবার, ১০ ডিসেম্বর, ২০২৩ ০০:০০ টা

জাবিতে ‘কোর্ট মার্শাল’

জাবি প্রতিনিধি

চোখে দেখার আড়ালেও লুকায়িত থাকতে পারে আরেক সত্য, যা কখনো কখনো মানুষের প্রাণের চেয়েও হয়ে ওঠে মূল্যবান। গতকাল রাতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) সেলিম আল-দীন মুক্তমঞ্চে মঞ্চায়িত কোর্ট মার্শাল নাটকের ২৫৩তম মঞ্চায়নে এ সত্যকে তুলে ধরা হয়েছে। বিশ্ববিদ্যালয় ছাত্র ইউনিয়ন সংসদ আয়োজিত তিন দিনব্যাপী কাউন্সিলের শেষ অধিবেশনে নাটকটি মঞ্চায়ন করে থিয়েটার আর্ট ইউনিট। মুক্তিযুদ্ধোত্তর দেশে স্বাধীনতার পক্ষ-বিপক্ষ শক্তির দ্বন্দ্বই কোর্ট মার্শাল নাটকে প্রতিফলিত হয়েছে। নাটকের বিভিন্ন দৃশ্যে সামাজিক বিভেদের রেখা নিশ্চিহ্ন করে সত্যিকারের পক্ষপাতমুক্ত ন্যায়ের শাসন প্রতিষ্ঠা করতে শাসকশ্রেণির প্রতি আহ্বান জানানো হয়েছে। এ ছাড়া কোনো মিথ্যা অভিযোগে নিরপরাধ মানুষকে যেন প্রাণ দিতে না হয় এবং প্রকৃত সত্য মানুষের সামনে তুলে ধরাই এ নাটকের প্রতিপাদ্য।

সমাজে মানুষকে মানুষ হিসেবে বাঁচতে দিতে হবে। তবেই মানবিক মর্যাদা প্রতিষ্ঠিত হবে।

২৫৩তম মঞ্চায়ন প্রসঙ্গে থিয়েটার আর্ট ইউনিটের সমন্বয়ক এবং বাংলাদেশ  গ্রুপ থিয়েটার ফেডারেশনের সেক্রেটারি জেনারেল চন্দন রেজা বাংলাদেশ প্রতিদিনকে বলেন, দেশে ধনীদের কাছে গরিবরা জিম্মি হয়ে আছে। দরিদ্ররা সুষ্ঠু বিচার পায় না। মিথ্যা অভিযোগে তাদের সাজা হয়। তর্ক-বিতর্কের মধ্যে উঠে আসে প্রকৃত সত্য। আর কোর্ট মার্শাল সত্য-মিথ্যার লড়াই কীভাবে করতে হয় তা সমাজকে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয়।

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর