সোমবার, ১১ ডিসেম্বর, ২০২৩ ০০:০০ টা

৩১ ডিসেম্বর পর্যন্ত হজযাত্রীদের নিবন্ধনের সময় বাড়ল

নিজস্ব প্রতিবেদক

পবিত্র হজের নিবন্ধনে কাক্সিক্ষত সাড়া না মেলায় নিবন্ধনের সময় বাড়িয়েছে ধর্ম মন্ত্রণালয়। আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত হজের নিবন্ধন করা যাবে। এর পর আর সময় বাড়ানো হবে না। গতকাল ধর্ম মন্ত্রণালয় এ সংক্রান্ত এক প্রজ্ঞাপন জারি করেছে। প্রজ্ঞাপনে বলা হয়েছে, রাজকীয় সৌদি সরকারের সাম্প্রতিক সিদ্ধান্ত অনুসারে ২০২৪ সালের হজযাত্রীর চূড়ান্ত তালিকা আগামী ৭ জানুয়ারির মধ্যে সৌদি হজ ও ওমরাহ মন্ত্রণালয়ে পাঠাতে হবে। এ ছাড়া ২০২৪ সালের হজে মিনার তাঁবু এলাকাকে পাঁচটি জোনে এবং প্রতিটি জোনকে চারটি ক্যাটাগরিতে বিভক্ত করা হয়েছে। আগে এলে আগে পাবেন ভিত্তিতে মিনায় তাঁবু বরাদ্দ প্রদান কার্যক্রম শুরু হয়েছে। প্রজ্ঞাপনে আরও বলা হয়েছে, ডিসেম্বর-২০২৩ এর মধ্যে চূড়ান্ত হজযাত্রীর সংখ্যা পাওয়া না গেলে মিনায় কাক্সিক্ষত স্থানে তাঁবু পাওয়া যাবে না। জামারাহর নিকটবর্তী এলাকার পরিবর্তে দূরবর্তী নিউ মুজদালিফা ও পাহাড়ি এলাকায় তাঁবু গ্রহণ করতে হবে। এমন পরিস্থিতি এড়ানোর স্বার্থে হজযাত্রী নিবন্ধনের সময় চূড়ান্তভাবে বৃদ্ধি করা হলো।

এ বিষয়ে জানতে চাইলে হজ অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের সভাপতি মো. শাহাদাত হোসেন তসলিম বাংলাদেশ প্রতিদিনকে বলেছেন  সরকারি ও বেসরকারি উভয় মাধ্যমে আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত প্রাক-নিবন্ধিত যাত্রীদের হজের নিবন্ধন করতে পারবেন। সরকারি মাধ্যম ও এজেন্সির জন্য নির্ধারিত কোটা পূর্ণ হওয়ার সঙ্গে সঙ্গে নিবন্ধন সার্ভার স্বয়ংক্রিয়ভাবে বন্ধ হয়ে যাবে।  উল্লেখ্য, কোটা অনুযায়ী আগামী বছর (২০২৪) বাংলাদেশ থেকে সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনায় মোট ১ লাখ ২৭ হাজার ১৯৮ জন হজ পালন করতে পারবেন।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর