সোমবার, ১১ ডিসেম্বর, ২০২৩ ০০:০০ টা

ফুটপাতে শীতবস্ত্র কিনতে ভিড়

আবদুর রহমান টুলু, বগুড়া

ফুটপাতে শীতবস্ত্র কিনতে ভিড়

বগুড়াসহ উত্তরাঞ্চলে বেড়েছে শীতের প্রভাব। সেই সঙ্গে পড়ছে ঘনকুয়াশা। শীতের তীব্রতা থেকে বাঁচতে বগুড়া শহরের ফুটপাত থেকে শুরু করে বিভিন্ন মার্কেটে গরম পোশাক কিনতে ভিড় করছেন ক্রেতারা। বিশেষ করে ফুটপাতের কম দামি কাপড়ের দোকানে বেশি ভিড় লক্ষ্য করা গেছে। ব্যবসায়ীরা বলছেন, গত সপ্তাহে বৃষ্টির পর শীত বেড়ে যাওয়া মোটা কাপড় কেনার হিড়িক পড়েছে। গতকাল শহর ঘুরে দেখা যায়, ছোট-বড় শপিংমল ও ফুটপাতে গরম কাপড়ের চাহিদা বেড়েছে। শিশু ও বয়স্কদের কাপড় বেশি বিক্রি হচ্ছে। শপিংমলগুলোতে দাম বেশি হওয়ায় নিম্ন ও মধ্যম আয়ের মানুষ ছুটছে ফুটপাতের দোকানে। গত বছরের চেয়ে এবার দাম একটু বাড়ায় শীতবস্ত্র কিনতে হিমশিম খাচ্ছেন অনেকে। প্রতিদিন সকাল থেকে রাত পর্যন্ত চলছে কেনাবেচা। বিক্রেতারা জানান, জ্যাকেট, সোয়েটার, চাদর, কোর্ট, মাফলার, হাত মোজা ও পা মোজা বেশি বিক্রি হচ্ছে।

শহরের সাতমাথা এলাকার ফুটপাতের ব্যবসায়ী রুহুল আমিন জানান, গরম কাপড়ের ক্রেতা বেড়েছে। আমরাও চাহিদা মতো কাপড় দোকানে তোলার চেষ্টা করছি। তিনি আরও জানান, শীতের কাপড় কিনতে আসছেন বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। বিশেষ করে ছুটির দিনে বেশি ভিড় হয়। আমরা শীত মৌসুমে পুরাতন কাপড়ের ব্যবসা করি। শীতের কয়েক মাসের আয় দিয়ে সারা বছর চলে। ১৫ বছর ধরে এ ব্যবসা করছি। এখানে গার্মেন্টের সোয়েটার বিক্রি হচ্ছে প্রতিটি ২০০ থেকে ৩৫০ টাকায়। চাদর বিক্রি হচ্ছে ১৫০-২০০ টাকা। হকার্স মার্কেটের পুরান কাপড় বিক্রেতা আবদুস সালাম জানান, দোকানে প্রচুর ভিড়। ক্রেতাদের চাহিদা মতো কাপড় আনার চেষ্টা করছি। এ বছর পুরাতন কাপড়ের বেল্টের দাম অনেক বেশি। অন্য যে কোনো বছরের চেয়ে এবার শীতের কাপড়ের চাহিদাও বেশি। রাত ১২টা পর্যন্ত দোকান খোলা রাখতে হচ্ছে। প্রকারভেদে জ্যাকেট বিক্রি হচ্ছে ৩০০ থেকে ১ হাজার টাকায়। ফুটপাতে পুরাতন জ্যাকেট কিনতে আসা রিকশাচালক হযরত আলী জানান, কুয়াশার মধ্যে ভোরে রিকশা নিয়ে বের হতে হয়। শীতে একেবারে কাহিল হয়ে যাই। ভাবছিলাম ২ থেকে আড়াই শর মধ্যে একটা জ্যাকেট কিনব। এসে দেখি দাম বেশি। ৩৫০ টাকা দিয়ে জ্যাকেটটা কিনলাম। হকার্স মার্কেটে কাপড় কিনতে আসা বকুল মিয়া জানান, এটা গরিবের মার্কেট হিসেবে পরিচিত। এখানে কাপড়ের দাম হাতের নাগালে থাকায় সবাই সাধ্যমতো গরম কাপড় কিনতে পারেন। তিনি আরও জানান, নিউমার্কেট, রানার প্লাজাসহ অন্য শপিংমলে কিনতে গেলে দাম অনেক বেশি পড়ে, তাই বাইরে থেকে কিনছি। নিম্ন আয়ের মানুষ জানান, বড় শপিংমল ও শোরুমে সুন্দর কাপড় থাকলেও দাম তাদের সামর্থ্যরে? বাইরে। এ জন্য তারা ফুটপাতের দোকানে এসেছেন। এখানে পুরনো কাপড় কম দামে পাওয়া যায়। এদিকে শীতের কাপড়ের মার্কেটের পাশাপাশি শহরের খোকন পার্ক এলাকায় কম্বলের দোকানেও ক্রেতার ভিড় দেখা গেছে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর