সোমবার, ১১ ডিসেম্বর, ২০২৩ ০০:০০ টা

দরপতনে শেয়ারবাজার কমেছে সূচক

নিজস্ব প্রতিবেদক

সপ্তাহের প্রথম দিনে শেয়ারবাজারে দরপতন হয়েছে। গতকাল ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সবকটি মূল্যসূচক কমেছে। সেই সঙ্গে বৃদ্ধির চেয়ে দ্বিগুণ কোম্পানির শেয়ার দর কমেছে। তবে বাজারটিতে বেড়েছে লেনদেনের পরিমাণ। অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) দাম কমার থেকে দাম বাড়ার তালিকায় বেশি প্রতিষ্ঠান রয়েছে। ফলে এ বাজারটিতে প্রধান মূল্যসূচক বেড়েছে। দিনের লেনদেন শেষে ডিএসইতে দাম বাড়ার তালিকায় স্থান করে নিতে পেরেছে মাত্র ৫৫টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট। দাম কমেছে ১০০টির। আর ১৭৪টির দাম অপরিবর্তিত রয়েছে। ডিএসইর প্রধান মূল্যসূচক ডিএসইএক্স ১ পয়েন্ট কমে ৬ হাজার ২৫১ পয়েন্টে অবস্থান করছে। সবকটি মূল্যসূচক কমলেও ডিএসইতে লেনদেন বেড়ে ৫০০ কোটি টাকা ছাড়িয়েছে। দিনভর বাজারটিতে লেনদেন হয়েছে ৫৩৭ কোটি ৯১ টাকা। আগের দিন লেনদেন হয় ৪৫০ কোটি ২০ টাকা। সে হিসেবে লেনদেন বেড়েছে ৮৭ কোটি ৭১ লাখ টাকা।

টাকার অঙ্কে সব থেকে বেশি লেনদেন হয়েছে সেন্ট্রাল ফার্মাসিউটিক্যালসের শেয়ার। কোম্পানিটির ৩৩ কোটি ৪১ টাকার শেয়ার লেনদেন হয়েছে। দ্বিতীয় স্থানে থাকা ফু-ওয়াং সিরামিকসের ২৬ কোটি ৮৫ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। ২২ কোটি ১ লাখ টাকার শেয়ার লেনদেনের মাধ্যমে তৃতীয় স্থানে রয়েছে এডভেন্ট ফার্মা। অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক মূল্যসূচক সিএএসপিআই বেড়েছে ৯ পয়েন্ট। বাজারটিতে লেনদেনে অংশ নেওয়া ২১১টি প্রতিষ্ঠানের মধ্যে ৫২টির দাম বেড়েছে। দাম কমেছে ৫১টির এবং ১১৮টির দাম অপরিবর্তিত রয়েছে। লেনদেন হয়েছে ১৭ কোটি ৯২ লাখ টাকা। আগের দিন লেনদেন হয় ১০ কোটি ৫২ লাখ টাকা।

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর