সোমবার, ১১ ডিসেম্বর, ২০২৩ ০০:০০ টা
রাজনীতি

৪১ সহকারীকে প্রধান শিক্ষক পদে গেজেটভুক্ত করতে নির্দেশ

নিজস্ব প্রতিবেদক

জাতীয়করণ করা প্রাথমিক বিদ্যালয়ের ৪১ জনকে সহকারী শিক্ষকের পরিবর্তে প্রধান শিক্ষক পদে গেজেটভুক্ত করার নির্দেশনা দিয়ে রায় দিয়েছেন হাই কোর্ট। গতকাল বিচারপতি নাইমা হায়দার ও বিচারপতি কাজী জিনাত হকের হাই কোর্ট বেঞ্চ এ রায় দেন। আদালতে রিটের পক্ষে ছিলেন অ্যাডভোকেট মোহাম্মদ ছিদ্দিক উল্লাহ মিয়া। পরে তিনি সাংবাদিকদের বলেন, সদ্য জাতীয়করণ করা প্রাথমিক বিদ্যালয়ের ৪১ শিক্ষককে জাতীয়করণ করার পূর্বের পদে (প্রধান শিক্ষক) গেজেট প্রকাশের নির্দেশ দিয়েছেন হাই কোর্ট। সরকার ২০১৩ সালে সারা দেশের ২৬ হাজার বেসরকারি প্রাথমিক বিদ্যালয়কে জাতীয়করণ তালিকায় আনে। পর্যায়ক্রমে ওইসব বিদ্যালয়গুলোর শিক্ষকদের ২০১৩ সালের ১ জানুয়ারি থেকে সরকারি শিক্ষক হিসেবে নিয়োগ দিয়ে অফিস আদেশ জারি করে।

 এক্ষেত্রে যে শিক্ষকরা যে পদে নিয়োগ পেয়েছেন (জাতীয়করণের পূর্বে কমিটি কর্তৃক) তাদের জাতীয়করণের পর স্ব স্ব পদে প্রদান করা হয়। কিন্তু রিটকারী এই ৪১ শিক্ষক কমিটি কর্তৃক প্রধান শিক্ষক হিসেবে নিয়োগ প্রাপ্ত হলেও তাদের জাতীয়করণের পর প্রধান শিক্ষকের পরিবর্তে সহকারী শিক্ষক হিসেবে নিয়োগ দেওয়া হয়। এই নিয়োগ আদেশ চ্যালেঞ্জ করে তারা হাই কোর্টে আসেন।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর