বুধবার, ১৩ ডিসেম্বর, ২০২৩ ০০:০০ টা

বাংলার মুখ

বাংলার মুখ

উন্নয়নের ছোঁয়ায় বদলে গেছে সময়। কালের বিবর্তনে এখন মেশিন ঘুরিয়ে চাষ হয় জমি। ফসল ফলে। এখনো কোথাও কোথাও চাষিরা বাংলা সেই আদি কালচার লাঙল-জোঁয়াল কাঁধে নিয়ে জমি চাষ করেন। জোড়া গরুর মুখে জোড়া গোমাই দিয়ে মাঠে মাঠে চাষবাস শেষে ফসল ফলিয়ে যাচ্ছেন। রোদ, বৃষ্টি, কুয়াশা বাংলার শ্রমজীবী কৃষককে থামিয়ে দিতে পারেনি। বাংলার কৃষক মানেই ঘামে ভেজা সোঁদা মাটির গন্ধের মানুষ। বাংলার কৃষক মানেই কাঁধে লাঙল-জোঁয়াল আর জোড়া গরু নিয়ে মাটি চিরে ফসল ফলানোর সাহসী মানুষ। ৫৬ হাজার বর্গমাইলের দেশে এখনো আদি কৃষিকর্ম ধরে রেখেছে লাখো কৃষক। এসব কৃষকই আমাদের বাংলার একেকটি মুখ। ছবিটি গতকাল সকালে বগুড়া সদর উপজেলার নাটাইপাড়া এলাকা থেকে তুলেছেন আমাদের জ্যেষ্ঠ প্রতিবেদক আবদুর রহমান টুলু।

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর