বুধবার, ১৩ ডিসেম্বর, ২০২৩ ০০:০০ টা

জাবি শিক্ষার্থী নিহতে বাস আটকে ৮ লাখ টাকা ক্ষতিপূরণ আদায়

জাবি প্রতিনিধি

বাসচাপায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) সাবেক শিক্ষার্থী রুবেল পারভেজ নিহত হওয়ার ঘটনায় ১৩ লাখ টাকা ক্ষতিপূরণ দেওয়ার শর্তে আটক সেলফি পরিবহনের ১৫টি বাস ছেড়ে দেওয়া হয়েছে। এর মধ্যে আট লাখ টাকা নগদে দেওয়া হলে গত সোমবার রাতে বাসগুলো ক্যাম্পাস থেকে ছেড়ে দেওয়া হয়। জানা যায়, ওইদিন রাতে বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক আবদুল্লাহ হেল কাফির নেতৃত্বে সেলফি পরিবহন কর্তৃপক্ষের সঙ্গে ঢাকা জেলার একাধিক উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও জাবির প্রক্টোরিয়াল বডির সদস্যরা আলোচনায় বসেন। পরে কয়েক ঘণ্টা আলোচনা শেষে মালিকপক্ষ ৮ লাখ টাকা ক্ষতিপূরণ দিলে বাসগুলো ছেড়ে দেওয়া হয়। এ সময়, ক্ষতিপূরণ বাবদ সরকারের পক্ষ থেকে ৫ লাখ টাকা দেওয়া হবে বলে জানান উপস্থিত উপজেলা নির্বাহী কর্মকর্তারা। এ বিষয়ে জানতে চাইলে জাবির আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক আবদুল্লাহ হেল কাফি বাংলাদেশ প্রতিদিনকে বলেন, সাভারের ইউএনওর উপস্থিতিতে মালিকপক্ষ নগদ ৮ লাখ টাকা দিয়ে বাসগুলো ছাড়িয়ে নেন। সরকারি ফান্ড থেকে আরও ৫ লাখ টাকা দেওয়া হবে ভুক্তভোগী পরিবারকে। এর আগে, গত বৃহস্পতিবার রুবেল নিহত হওয়ার ঘটনায় বিচার চেয়ে জাবির প্রধান ফটক সংলগ্ন ঢাকা-আরিচা মহাসড়কে সেলফি পরিবহনের ২৫টি বাস আটক করে শিক্ষার্থীরা। পরে ১০টি বাস ছেড়ে দিলেও নিহতের পরিবারের জন্য ২৫ লাখ টাকা ক্ষতিপূরণ দাবি করে ১৫টি বাস আটকে রাখেন তারা। তবে শেষ পর্যন্ত নগদ ৮ লাখ টাকা ক্ষতিপূরণ দিয়ে পাঁচ দিন পর বাসগুলো ছাড়িয়ে নেয় মালিকপক্ষ।

সর্বশেষ খবর