বুধবার, ১৩ ডিসেম্বর, ২০২৩ ০০:০০ টা

৮, ৯ ও ১০ ফেব্রুয়ারি বাজুস ফেয়ার-২০২৪

নিজস্ব প্রতিবেদক

প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভিশন-২০৪১ সফল বাস্তবায়নের লক্ষ্যে বাজুস প্রেসিডেন্ট সায়েম সোবহান আনভীরের পরিকল্পনায় দেশের ইতিহাসে তৃতীয়বারের মতো ‘বাজুস ফেয়ার-২০২৪’ আয়োজন করা হচ্ছে। বাংলাদেশের জুয়েলারি শিল্পের সবচেয়ে বড় আয়োজন তৃতীয় বাজুস ফেয়ার-২০২৪ আগামী ৮, ৯ ও ১০ ফেব্রুয়ারি ২০২৪ ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরার (আইসিসিবি) হল নম্বর-৪, নবরাত্রিতে অনুষ্ঠিত হবে। এই জুয়েলারি মেলা দেশের অর্থনীতিতে বড় ভূমিকা রাখবে বলে আশা করছে বাজুস। প্রতিদিন সকাল ৯টা থেকে রাত ৯টা পর্যন্ত ১০০ টাকা প্রবেশ মূল্যের বিনিময়ে ক্রেতা-দর্শনার্থীদের জন্য উন্মুুক্ত থাকবে বাজুস ফেয়ার। ৫ বছর বয়স পর্যন্ত শিশুদের কোনো টিকিট লাগবে না। বাজুস আশা করছে বাজুস ফেয়ার ২০২৪ দেশীয় জুয়েলারি শিল্পকে সমৃদ্ধশালী করার পাশাপাশি বিশ্ববাজারে বাংলাদেশের নতুন অবস্থান তৈরিতে সহায়ক ভূমিকা রাখবে। দেশের স্বর্ণশিল্পীদের হাতে গড়া নিত্যনতুন আধুনিক ডিজাইনের অলংকারের পরিচিতি বাড়বে বিশ্ববাজারে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর